ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয় বলে মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, বিসমিল্লাহ নতুন করে আসেনি, নতুন করে চলেও যাবে না। এটা সারা জীবন থাকবে, সব সময় থাকবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউস হলরুমে গণভোট নিয়ে জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বলেন, এগুলো (বিভিন্ন দলের অভিযোগ) কোনোটাই ঠিক না। নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না। সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান।
এছাড়াও সভায় জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, পাবনার সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভা শেষে পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে গণভোট নিয়ে প্রচার গাড়ি ও কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এদিকে আসন্ন গণভোটকে সামনে রেখে পাবনা এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে সরকারের উদ্যোগে পরিচালিত সরকারি প্রচার কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এসব অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই। সরকার একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গণভোট ও নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। যথাসময়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণভোট অনুষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লালমনিরহাট প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সিরা...
মানিকগঞ্জ প্রতিনিধি : নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : র্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের স্বর্ণ...

মন্তব্য (০)