• লিড নিউজ
  • রাজনীতি

জামায়াতের সঙ্গ ছেড়ে একলা পথে ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে লড়ার ঘোষণা ‎

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন যে জোট হয়েছে, তাতে না থাকার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এক হাতে হাতপাখা চলার নীতিতে দলটি। তাই আসছে ভোটে ২৬৮টি সংসদীয় আসনে হাতপাখা মার্কারা প্রার্থীরা এককভাবে নির্বাচন করবে।

‎শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

‎দেশের ইসলামপন্থী জনতার আবেগের সঙ্গে কিছুতেই প্রতারণা করতে পারেন না উল্লেখ করে তিনি বলেছেন, আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছি। আমরা এ থেকে বিচ্যুত হতে পারি না। এজন্য আপনারা লক্ষ্য করেছেন যে, গতকালকে ১১ দলীয় জোটের ব্যানারে যেখানে আমরাও ছিলাম, সেখানে একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে আসন বণ্টন হয়েছে। সেখানে আমাদের দীর্ঘদিনের পথ চলা, ৫ আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থি শক্তি একসঙ্গে করার জন্য যে চেষ্টা-সাধনা করেছিলাম। আমরা দেখেছি শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে আমরা চিন্তা করলাম, আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে।

‎গাজী আতাউর রহমান আরও বলেন, সামনে আমাদের পথচলা হয়তো মসৃণ নাও হতে পারে। কারণ, আমরা ক্ষমতার রাজনীতি সেভাবে করি না। আমাদের মূল লক্ষ্য ইসলাম। ইসলামকে আমরা আগে রাখি। আমরা নীতি-আদর্শের রাজনীতি করি। সেখানে আমরা দেখছি, নীতি-আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেজন্য আমরা আজ আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে আপিলে দুইজন বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন সংসদ সদস্য প্রার্থী এখন পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদের নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।

‎জামায়াতে ইসলামী বড় শক্তি, তাদের শক্তি-সামর্থ্য অনেক বেশি, যা অস্বীকার করার সুযোগ নেই; কিন্তু ইসলামী আন্দোলন আদর্শিকভাবে, নৈতিকভাবে কারো চেয়ে দুর্বল নয় বলে দাবি করেন তিনি।

‎গতকাল বৃহস্পতিবার রাতে জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতার ঘোষণা দেয়া হয়। সে অনুযায়ী ১৭৯টি আসনে দাঁড়িপাল্লা, ৩০টিতে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে লড়বে।

‎আসন সমঝোতার ঘোষণার এই সংবাদ সম্মেলনে ছিল না ইসলামী আন্দোলন। বাকি আসনগুলো তাদের জন্য বরাদ্ধ রাখা হয়েছে, এমনটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

‎তার আগে জামায়াতের কার্যালয়ে ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতে প্রায় চার ঘণ্টার বৈঠক করে ১০ দল। সেই বৈঠক সূত্র জানিয়েছিল, ৫০টি আসন রাখা হচ্ছে হাতপাখার প্রার্থীদের জন্য।

‎আর বৈঠকের পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক আশা প্রকাশ করেছিলেন, কাল রাতে আসন সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন আসবে। দলটির সাথে সমঝোতার বিষয়ে তাকে দায়িত্ব দিয়েছিল ১০ দল।

‎প্রসঙ্গত, জামায়াতের নেতৃত্বাধীন জোটে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে আসন সমঝোতার আলোচনার শুরু থেকেই শতাধিক আসনের প্রত্যাশা করেছিল ইসলামী আন্দোলন। তবে জোটের সিদ্ধান্তে প্রত্যাশার অর্ধেকেরও কম আসন দেয়ার কথা উঠলে বেঁকে বসে দলটি।

‎ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, তাদের ১৪০টির বেশি আসনে 'এ' গ্রেড প্রার্থী রয়েছেন। ফলে তাদের সর্বশেষ প্রত্যাশায় ছিল অন্তত অর্ধশত আসনের বেশি। যদিও জোটে যোগ না দেয়ার প্রসঙ্গে আজ শুক্রবার ভিন্ন কারণ জানালো ইসলামী আন্দোলন।

মন্তব্য (০)





image

জামায়াতের জোট থেকে ইসলামি দলগুলোকে বেরিয়ে আসতে ইসলামী আন্...

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধী...

image

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘নেটওয়ার্ক ফর পিপল...

image

জামায়াত জোট থেকে বেরিয়ে আসার কারণ জানালেন গাজী আতাউর

নিউজ ডেস্ক : জামায়াতসহ ১১ দলীয় জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে ইসলামী ...

image

‎খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা চলছে, যোগ দিয়েছেন তারে...

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চ...

image

ভোট দিবা, ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরবা: তরুণদের উদ্দেশে জা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলে...

  • company_logo