• খেলাধুলা

বিপিএলে দেশি ক্রিকেটারদের আধিপত্য

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর চলছে। ইতোমধ্যে সিলেট পর্বের খেলা শেষ হয়েছে। লিগ পর্বের ৩০ ম্যাচের ২৪টি শেষ হয়েছে।

ইতোমধ্যে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস ও সিলেট টাইটানস প্লে অফ নিশ্চিত করেছে। সুপার ফোরে জায়গা পেতে লড়াইয়ে আছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। বড় কোনো অঘটন না ঘটলে চারে থাকা রংপুর রাইডার্সের প্লে অফ খেলা নিশ্চিত। 

টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে সিলেট পর্বে ব্যাটে বলের লড়াইয়ে আধিপত্য দেখিয়েছেন দেশি ক্রিকেটাররা। ব্যাট হাতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান রাজশাহীর নাজমুল হোসেন শান্তর। তিনি ৮ ম্যাচে ২৯২ রান সংগ্রহ করেছেন। 

সিলেটের পারভেজ হোসেন ইমন টুর্নামেন্টজুড়েই ধারাবাহিকতা দেখাচ্ছেন। তিনি ৯ ম্যাচে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৮৮ রান। তিনে থাকা অ্যাডাম রসিংটনকে (২৫৮) পেছনে ফেলতে পারেন রংপুরের তাওহীদ হৃদয় (২০৭) ও ডেভিড মালান (২০৩)।

দল তলানিতে থাকলেও বোলিংয়ে সবার ওপরে নোয়াখালীর হাসান মাহমুদ। ৮ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। ১৩টি করে উইকেট নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন যথাক্রমে চট্টগ্রামের শরিফুল ইসলাম, রংপুরের মোস্তাফিজুর রহমান ও রাজশাহীর রিপন মণ্ডল। পেসারদের ভিড়ে সেরা পাঁচে একমাত্র স্পিনার নাসুম আহমেদ।

একদিকে প্লে অফ চূড়ান্ত করা ৩ দলের মাঝে কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিতের লড়াই, অন্যদিকে বাকি ৩ দলের মাঝে প্লে অফে জায়গা করে নেয়ার যুদ্ধ। ব্যাটিং বা বোলিং বিভাগেও সেরা হতে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। ফাইনাল এগিয়ে আসার সাথে সাথে আরও আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার পথে দ্বাদশ বিপিএল।

মন্তব্য (০)





  • company_logo