ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে টানা ছয় ম্যাচে হারের পর টানা দুই জয় পেল নোয়াখালী এক্সপ্রেস। আজ ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হারায় নোয়াখালী।
ফ্র্যাঞ্চাইজিটির নবাগত ক্রিকেটার আফগানিস্তানের সাবেক অধিনায়ক অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলের ৯২ রানের ইনিংসের সুবাদে আজ ১৮৪ রানের রেকর্ড গড়ে নোয়াখালী।
ইসাখিল বিপিএলে অভিষেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন। উদ্বোধনী জুটিতে সৌম্য সরকারের সঙ্গে ১০১ রানের রেকর্ড জুটি গড়েন।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৮৪ রান করে নোয়াখালী। বিপিএলের ইতিহাসে এটিই তাদের দলীয় সর্বোচ্চ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবার বাবা-ছেলেকে একাদশে দেখলো ক্রিকেটবিশ্ব। বিপিএলে অভিষেক ম্যাচে বাবা মোহাম্মদ নবীর হাত থেকেই ক্যাপটা তুলে নেন হাসান ইসাখিল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী। সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন ইসাখিল। এই দুই ব্যাটসম্যান মিলে দলকে দারুণ সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে আসে ১০১ রান। মাত্র ২৫ বলে ৪৮ রান করে আউট হন সৌম্য।
ব্যাট করতে নেমে ছেলে ইসাখিলের সঙ্গে ৫৩ রানের জুটি গেড়ন মোহাম্মদ নবী। ১৩ বলে ১৭ রান করে আউট হন নবী।
ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির পথেই ছিলেন হাসান ইসাখিল। কিন্তু ৮ রানের আক্ষেপ নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়। ৬০ বলে সাতটি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৯২ রান করে আউট হন ইসাখিল।
টার্গেট তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১৪৩ রানে অলআউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ সাইফুদ্দিন। ৩৩ রান করেন মোহাম্মদ মিঠুন।
নিউজ ডেস্ক : ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেল...
স্পোর্টস ডেস্ক : ঢাকার মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘট...
নিউজ ডেস্কঃ বিপিএল ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিব...
স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নামার আগে প্রস্ত...
নিউজ ডেস্কঃ বিশ্বভ্রমণের অংশ হিসেবে একদিনের জন্য বাংলাদেশে এ...

মন্তব্য (০)