• সমগ্র বাংলা

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখলের ঘটনায় শহীদ পরিবার জড়িত নয়: জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : গণভোটের ক্যাম্পেইনের নামে বগুড়ায় জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের উদ্যোগে জাতীয় পার্টির কার্যালয় দখল করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াসহ পত্রপত্রিকায় প্রকাশিত এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি, বগুড়া।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত ঘটনার সঙ্গে বগুড়া জেলার কোনো শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি কিংবা সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী কোনোভাবেই জড়িত নন। এ বিষয়ে তারা কেউ অবগত নন এবং এমন কোনো কর্মসূচি গ্রহণ বা সমর্থনও করেননি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সম্মানিত শহীদ পরিবারগুলোর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করছে। যা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় ও অনৈতিক। জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারের নাম রাজনৈতিক কিংবা অন্য কোনোহীন উদ্দেশ্যে ব্যবহার করা মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন।

সংগঠনটির রাজশাহী বিভাগীয় চেয়ারম্যান উজ্জল হোসেন বলেন, “জুলাই শহীদ ও আহত পরিবারের কেউই জাতীয় পার্টির কার্যালয় দখলের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।”

একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বগুড়া জেলা জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবার।

মন্তব্য (০)





image

হাদী হত্যার বিচার দাবিতে মুক্তাগাছায় দীর্ঘ মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ শরীফ ওসমান ...

image

লালমনিরহাটে আওয়ামীলীগ নেতার বাড়িতে দাওয়াত গ্রহন না করেও...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা থানার ওস...

image

বগুড়ায় মামলার স্বাক্ষী হওয়ার জেরে বৃদ্ধকে হত্যা, আহত ৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধে...

image

ফরিদপুরে গণভোটে “হ্যাঁ” এর পক্ষে জনমত সৃষ্টিতে প্রচারণা

ফরিদপুর প্রতিনিধি : গণভোটে স্বতস্ফুর্ত অংশগ্রহন এবং হ্যাঁ ভো...

image

আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষের অফিসে সাবেক ছাত্রলীগ নেতা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষের প্রধা...

  • company_logo