ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা যদি দায়িত্বশীল আচরণ করেন, তাহলে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি বা শঙ্কা থাকবে না।
সোমবার নগরীর সদর রোডের বিডিএস মিলনায়তনে ‘জুলাই অভ্যুত্থান : আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বরিশাল জেলা ও মহানগর কমিটি এ সংলাপের আয়োজন করে।
ড. বদিউল আলম মজুমদার বলেন, প্রার্থীরা যদি যেকোনোভাবে সংসদ সদস্য হওয়ার মানসিকতা থেকে সরে আসতে পারেন, তাহলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে।
তিনি আরো বলেন, কালো টাকার প্রভাব দূর করতে হবে। কারণ, এটি নির্বাচনী ও রাজনৈতিক উভয় ক্ষেত্রকে অপরাধপ্রবণ করে তোলে।
পূর্ববর্তী নির্বাচনের অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছরে নাগরিকরা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সংলাপে বরিশাল বিভাগের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশি কর্মীদের সুসংবাদ দিয়েছেন প্রবাসী ...
নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী র...
নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উচ্চশিক্ষ...
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ১৪ দিন ধরে শৈত্যপ...
নিউজ ডেস্কঃ ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ...

মন্তব্য (০)