• রাজনীতি

রংপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল এবং “তারুণ্যে প্রথম ভোট ধানের শীর্ষের পক্ষে হোক”-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)রংপুর সদর উপজেলার ৫ নম্বর খলেয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ৯টি ওয়ার্ডের ভোট সেন্টার কমিটি গঠন উপলক্ষে এক নির্বাচনীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১১ জানুয়ারী)রাতে রংপুর সদর উপজেলার বিনোদন কেন্দ্র  ভিন্ন জগতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। 


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু।তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার আত্মত্যাগ ও সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা।আজকের তরুণ প্রজন্মকে সেই ইতিহাস জানতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজাদা মোহাম্মদ মাসুদ রানা বলেন,“তারুণ্যের শক্তিই বিএনপির সবচেয়ে বড় শক্তি। যারা প্রথমবার ভোট দেবে, তাদের ভোট ধানের শীর্ষে পড়লে দেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে। প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী কমিটি গড়ে তুলতে হবে।”


সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার বলেন,“নির্বাচন সামনে রেখে তৃণমূলকে আরও সংগঠিত করতে হবে।ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা বিএনপির প্রধান লক্ষ্য।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কাওছার আলম। সভাপতির বক্তব্যে বলেন,“খলেয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত করা হবে। নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলাই আমাদের শক্তি।”


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ,খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু,খলেয়া ইউনিয়ন যুবদল নেতা মোতালেব হোসেন, সেচ্ছাসেবক দল সদর উপজেলা শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, খলেয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলী এবং ওলামাদল রংপুর জেলার আহ্বায়ক এনামুল হক মাজেদীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সভা শেষে নেতৃবৃন্দ বলেন, আগামী দিনের আন্দোলন ও নির্বাচনে খলেয়া ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মক ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা: জামায়াত আমির ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ...

image

তিস্তাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় কর...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরু...

image

জামায়াত আমিরের সঙ্গে সাবেক মার্কিন স্টেট সেক্রেটারির বৈঠক

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ...

image

বিএনপিতে যোগ দিলেন ইউনিয়ন পরিষদের সাবেক তিন চেয়ারম্যান

নীলফামারী প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অ...

image

২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণার জন্য আগা...

  • company_logo