• বিনোদন

শ্রাবন্তীর নামে এ কী বললেন শুভশ্রী?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : টালিউড বলুন আর বলিউড— সুন্দরী অভিনেত্রীদের ক্যাটফাইট চোখে পড়বেই পড়বে। এমন কথা অনেকেই বলে থাকেন, নায়িকারা কখনো ভালো বন্ধু হতে পারে না। তাই বলে এভাবে প্রকাশ্যে কেউ কাউকে বোকা বলে। তাও আবার জি বাংলার একটি শোতে। যদিও একসঙ্গে দুজনকে দেখা গেছে ড্যান্স বাংলা ড্যান্সে বিচারকের আসনে। তবু হঠাৎ কেন শ্রাবন্তীর নামে এসব কথা বললেন শুভশ্রী গাঙ্গুলি? 

সম্প্রতি শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’ শো-তে এমন কাণ্ড হয়েছিল। যেখানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলি। আর সেখানে র‍্যাপিড ফায়ারে রাজ-পত্নীর কাছে শ্বাশ্বত জানতে চেয়েছিলেন—অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মধ্যে কে বোকা?

কোনো কিছু না ভেবেই অভিনেত্রী শ্রাবন্তীর নাম ‘বোকা’ হিসেবে বলে দেন শুভশ্রী গাঙ্গুলি। যদিও পরে তার দাবি অভিনেত্রী আসলে নাকি ‘ইমোশনাল ফুল’। সত্যি কি শ্রাবন্তী ‘ইমোশনাল ফুল’? 

যদিও অভিনেত্রীর বারবার সম্পর্কে জড়ানো, বিয়ে এবং বিচ্ছেদের কারণে চরিত্র নিয়ে সমালোচনা কম হয় না। বরং একটু নেতিবাচক কারণেই সবসময় খবরে থাকেন শ্রাবন্তী। তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন। 

শাশ্বতের ‘অপুর সংসার’ শোতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আরও একটি গোপন কথা ফাঁস করে দেন শুভশ্রী। অভিনেত্রী বলেন, বিভিন্ন জায়গায় শো করতে গেলে অনেক ক্ষেত্রেই দর্শকরা তাকে শ্রাবন্তী ভেবে ভুল করেন। একইভাবে শ্রাবন্তীকেও নাকি কখনো ডাকা হয় শুভশ্রী নামে। তবে এটি বেশ পুরোনো। এমনকি তখন রাজের সঙ্গে বিয়েও হয়নি শুভশ্রীর।

এদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রথম বিয়ে হয় ১৮ বছর হওয়ার আগেই। ইন্ডাস্ট্রিতে শ্রাবন্তীর ঘনিষ্ঠরাও বলে থাকেন, সম্পর্ক নিয়ে বড্ড নাকি তাড়াহুড়ো করে ফেলেছিলেন অভিনেত্রী। যদিও বর্তমানে তিনবার ডিভোর্সের পর, ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সতর্ক শ্রাবন্তী। পরপর বেশ বড় প্রোজেক্টের সিনেমায় দেখা গেছে তাকে। যার মধ্যে অন্যতম হচ্ছে— 'দেবী চৌধুরানী' সিনেমা। আপাতত কাজেই মন দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলিও এখন পরিবার নিয়ে থিতু। একদম প্রাথমিক পর্যায়ে। তার, রাজ ও মিমির মধ্যে একটি ত্রিকোণ সম্পর্ক তৈরি হলেও বিয়ের পর দুজনেই খুব খুশি। এক ছেলে ও এক মেয়ের মা-ও এখন অভিনেত্রী। কাজের বাইরে রাজ-ইউভান আর পরিবারকে নিয়েই দিন কাটে।

 

মন্তব্য (০)





  • company_logo