• সমগ্র বাংলা

শিবচরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসার মাদানী নিসাব শাখা উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসায় আনুষ্ঠানিকভাবে মাদানী নিসাব শাখার উদ্বোধন করা হয়েছে। নতুন এ শাখা চালুর মাধ্যমে মাদরাসা শিক্ষায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রমের সূচনা হলো।

শনিবার (১০ জানুয়ারি) শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসা প্রাঙ্গণে মাদানী নিসাব শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী শরিয়ত উল্লাহর সপ্তম পুরুষ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব বাহাদুরপুর।

জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আহমাদ আলি কাসেমীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আব্দুল গাফফার সাহেব (দাঃ বাঃ), পীর সাহেব নগরকান্দা, ফরিদপুর।

মাদরাসার দপ্তর সূত্রে জানা যায়, মাদানী নিসাব একটি সমন্বিত শিক্ষা পদ্ধতি, যেখানে কওমি নেসাবের পাশাপাশি জেনারেল শিক্ষা ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা কুরআন-হাদিসসহ ইসলামী জ্ঞানে পারদর্শী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের জেনারেল শিক্ষা লাভের সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদানী নিসাব শাখা চালুর ফলে শিক্ষার্থীরা সহজ ও কার্যকর পদ্ধতিতে আরবি ভাষা শিক্ষা গ্রহণ করতে পারবে। একই সঙ্গে তারা দেশ-বিদেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে সক্ষম হবে।

বক্তারা আরও বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে যোগ্য আলেম ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদরাসার এই নতুন শাখা শিবচর উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

এসময় বিষয়ভিত্তিক বয়ান পেশ করেন, জামিয়াতুস সুন্নাহ  মাদ্রাসার মোহতামিম মুফতি নেয়ামতুল্লাহ আল ফরিদী, লেখক  ও গবেষক শাইখুল হাদিস মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা আব্দুল আলিম সাহেব, মুফতি আব্দুর রাজ্জাক আল হুসাইনি, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, আলহাজ্ব হযরত মাওলানা আকরাম হোসাইন, ঢাকা জামিয়া মাদানিয়া দারুল উলুম শিক্ষা সচিব হযরত মাওলানা মুফতি মারুফ হাসান।

এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন আলেম-ওলামা, বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে আকিজ সিমেন্ট কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোর...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় এয়ার কম্প্রে...

image

ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ মুলক সংবর্ধনা ও দোয়া...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ১২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত চলতি বছরের এস এস সি পরী...

image

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস...

image

নির্বাচনি আচরণবিধি নিয়ে প্রশ্ন, চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-...

image

শিবচরে বিতর্কিত চিকিৎসকের পদায়নের প্রতিবাদে মানববন্ধন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শি...

  • company_logo