• তথ্য ও প্রযুক্তি

দেশ সেরা এডটেক প্ল্যাটফর্ম লিড একাডেমী চালু করলো PGD in Applied Human Resource Management

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : আজকের প্রতিযোগিতামূলক কর্পোরেট পরিবেশে শুধু একাডেমিক ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, স্ট্র্যাটেজিক দক্ষতা এবং ইন্ডাস্ট্রি-রেডি স্কিল। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে লিড একাডেমী চালু করেছে সময়োপযোগী ও সম্পূর্ণ প্র্যাকটিক্যাল Post Graduate Diploma in Applied Human Resource Management (PGD-AHRM) |

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এই প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে ঘিওরিটিক্যাল আলোচনার পরিবর্তে গুরুত্ব দেওয়া হয়েছে বাস্তব HR প্র্যাকটিস, কর্পোরেট কেস স্টাডি, লেবার ল' ইমপ্লিমেন্টেশন, পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম, KPI, HR অ্যানালিটিক্স এবং স্ট্যাটেজিক HR লিডারশিপে।

লিড একাডেমী জানিয়েছে, ইতোমধ্যেই তাদের প্ল্যাটফর্মে ৫০ জনেরও বেশি লিডিং ইন্ডাস্ট্রি HR প্রফেশনাল এই প্রোগ্রামকে এন্ডোর্স করেছেন। দেশসেরা রিক্রুটার এবং কর্পোরেট HR লিডারদের সমর্থনে লিড একাডেমী একটি দ্রুভেন ও ট্রাস্টেড প্রফেশনাল লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।

PGD-AHRM প্রোগ্রামের অন্যতম বড় শক্তি হলো এর Industry expert faculty panel, যেখানে দেশের শীর্ষস্থানীয় HR পেশাজীবীরা সরাসরি প্রশিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন। ইন্সট্রাক্টর হিসেবে থাকছেন মোহাম্মদ মোরাদ হোসেন, ডিরেক্টর এন্ড গ্রুপ সিওও, টেক্সাস টিম গ্রুপ, আবুল হাশেম মজুমদার, গ্রুপ এইচআর হেড, মিরপুর সিরামিকস গ্রুপ, মাহমুদুল হাসান খান, এইচআর অ্যান্ড অ্যাডমিন হেড, দ্য ডেইলি স্টার, সৈয়দা শায়লা আশরাফ, হেড অফ কর্পোরেট এইচআর অ্যান্ড অ্যাডমিন, রেনেসাঁ গ্রুপ, মো. মেহেনাজুদ্দিন রূপম SHRM-SCP, হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন, আমান গ্রুপ বাংলাদেশ লিমিটেড, আলেয়া আক্তার, ডিরেক্টর, ইথিক্যাল সোর্সিং অ্যান্ড সিএসআর, দ্য সাসটেইনেবিলিটি নেক্সাস লিমিটেড সহ স্বনামধন্য ব্যক্তিত্বরা। এর ফলে অংশগ্রহণকারীরা বাস্তব কর্মক্ষেত্রে HR কীভাবে কাজ করে, সেই অভিজ্ঞতা সরাসরি শিখতে পারছেন।

লিড একাডেমীর প্রতিষ্ঠাতা ও সিইও আশফাক জামান এক বিবৃতিতে বলেন, "আমরা দেখেছি, অনেক HR পেশাজীবীর একাডেমিক ডিগ্রি থাকা সত্ত্বেও বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগযোগ্য স্কিলের ঘাটতি রয়েছে। PGD in Applied Human Resource Management প্রোগ্রামটি সেই গ্যাপ পূরণ করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা বাস্তবে IIR কীভাবে কাজ করে, সেটি সরাসরি শিখতে পারবেন।"

এই ডিপ্লোমা প্রোগ্রামটি বিশেষভাবে উপযোগী তাদের জন্য, যারা HR-এ ক্যারিয়ার শুরু করতে চান, যারা BBA বা MBA in HR সম্পন্ন করেও পর্যাপ্ত প্র্যাকটিক্যাল দক্ষতার অভাবে পিছিয়ে আছেন, এবং যারা ইতোমধ্যেই HR পেশায় কর্মরত হলেও প্রমোশন, লিডারশিপ রোল বা HR Director হওয়ার প্রস্তুতি নিতে চান।

লিড একাডেমীর পক্ষ থেকে জানানো হয়, PGD-AHRM একটি Applied, Strategic এবং Career-Defining HR Program, যেখানে একজন অভিজ্ঞ HR পেশাজীবী বাস্তবে কীভাবে সিদ্ধান্ত নেন, নেতৃত্ব দেন এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক উন্নয়নে ভূমিকা রাখেন, তা হাতে-কলমে শেখানো হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, যারা শুধু সার্টিফিকেট অর্জনের লক্ষ্য নয় বরং নিজেকে একজন কনফিডেন্ট, স্ট্র্যাটেজিক এবং ফিউচার-রেডি HR লিডার হিসেবে গড়ে তুলতে চান, তাদের জন্য এই প্রোগ্রামটি অবশ্য করণীয়।

প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা ০১৮৯৬-১৭৭২২৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।

মন্তব্য (০)





image

হোয়াটসঅ্যাপের নতুন ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচারে থাকছে যেসব স...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একই স...

image

নতুন ফোন নিবন্ধনের জন্য মিলবে তিন মাসের সময়সীমা

তথ্য প্রযুক্তি ডেস্ক : নতুন বছরের শুরু থেকে মোবাইল ফোন নিবন্ধন সংক্রান্ত...

image

অবৈধ ফোন বন্ধে চালু হলো এনইআইআর

তথ্য প্রযুক্তি ডেস্ক : দেশে অবৈধ ও আনঅফিশিয়াল মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্...

image

হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখবেন যেসব উপায়ে

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিনামূল্যে টেক্সট, ভয়েস ও ভিডিও কলের সুবিধার পাশ...

image

গুগল ডুডলে নববর্ষ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোভিড-১৯ মহামারীর মধ্যেই ইংরেজি নতুন বছর ২০২০-কে ...

  • company_logo