ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: কবিতা আবৃত্তি, নাচ ও গানে মুখর ছিলো নওগাঁর আল আকসা কমিউনিটি সেন্টার। শুক্রবার (০২ জানুয়ারি) রাতে সাংস্কৃতিক সন্ধ্যায় সাহিত্য আড্ডায় মেতে উঠেছিলেন নওগাঁর গুনীজনরা। পুনশ্চ লেখক সংঘ নওগাঁ হাঁসালু সাহিত্য উৎসবের এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।
নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ ও পুনশ্চ লেখক সংঘের সভাপতি সরদার মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে এবং পুনশ্চের সম্পাদক ও প্রকাশক রবু শেঠের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজাল ইসলাম মিঞা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার।
অন্যদের মধ্যে সংস্কৃতি গবেষক ইমরান উজ-জামান, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও সংগঠনের সহ-সভাপতি তামিম মাহমুদ সিদ্দিক, চিত্রশিল্পী রেজাউল হক, সাংবাদিক নবির উদ্দিন বক্তব্য রাখেন।
এছাড়াও নওগাঁর কবি-গল্প ও লেখক রওনক লায়লা মুন্নী, মড সুমাত্রা, অনিমা দেবনাথ, সুষমা সাথী, রুদ্র নীলিম, গোলাম মাওলা, মামুন হাসান নয়ন, আজাহার আলী সেতু, তাসলীম প্রবীর শিল্পীসহ অন্যরা উপস্থিত ছিলেন। সাহিত্য আড্ডা শেষে নওগাঁর ঐতিহ্যবাহী আলুঘাটি ও হাঁসের মাংস দিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন যুগে যুগে সাহিত্যের এমন আয়োজনের মাধ্যমেই বাংলার শত বছরের সাহিত্য বেঁচে আছে। কিন্তু যান্ত্রিকতার চাপে ধীরে ধীরে এমন সাহিত্য আড্ডা হারিয়ে যেতে বসেছে। নতুনদের মাঝ থেকে এমন বিশুদ্ধ সাহিত্য চর্চার আস্তে আস্তে বিদায় নিতে চলেছে। তাই সাহিত্যের চর্চা ধরে রাখতে এবং নতুনদের মাঝে সাহিত্যের সুগন্ধ ছড়িয়ে দিতে এমন আয়োজনের কোন বিকল্প নেই। আগামীতেও এই ধরণের আয়োজন নিয়মিত করতে আয়োজকদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে আগত অতিথিসহ সকলে।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকু...
মাদারীপুর প্রতিনিধি: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ক...
পাবনা প্রতিনিধি : ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাবেক আওয়ামী লীগ ন...
বগুড়া: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ওসমান হাদীর হত্যার বিচারের দাবি...

মন্তব্য (০)