ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে টানা দশম ম্যাচ জিতল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। এই ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। লিগে ১২তম গোল করে এক পঞ্জিকাবর্ষে ৪০ গোলের মাইলফলক ছুঁলেন সিআরসেভেন।
আখদৌদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে ভিএআরে একটি গোল বাতিল করা হয়। তার আগেই এক পঞ্জিকাবর্ষে ৪০ গোল করে ফেলেছেন তিনি।
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে গোল করেন ৪০ বছর বয়সি রোনালদো। এক পঞ্জিকাবর্ষে এ নিয়ে ১৪ বার ৪০ গোল করেন তিনি। এ নিয়ে ১৪টি ভিন্ন বছরে ৪০ গোল করা রোনালদোর সেরা সময় ছিল ২০১৩ সালে। ওই বার ক্লাব ও দেশের হয়ে ৬৩ গোল করেছিলেন তিনি। এ নিয়ে টানা তিন বছর ৪০ গোলের মাইলফলক স্পর্শ করলেন সিআরসেভেন।
চলতি মৌসুমে ৯ লিগ ম্যাচে ১২ গোল করে রোনালদো বুঝিয়ে দিলেন, তার সাফল্যের ক্ষুধা এখনো কমেনি। আগামী ফেব্রুয়ারিতে ৪১তম জন্মদিন পালন করতে যাওয়া পর্তুগাল অধিনায়ক ম্যাচশেষে বললেন, ‘সফলতার একটাই পথ— কঠোর পরিশ্রম।
উল্লেখ্য, ২০১০ সালে রোনালদো ৪৮ গোল করেছিলেন। তারপর ২০১১ সালে ৬০ গোল। পরের তিন বছরও ষাটের বেশি গোল করেন তিনি, যথাক্রমে ৬৩, ৬৯ ও ৬১। ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে ৫৭, ৫৫ ও ৫৩ গোলে করেন রোনালদো। ২০১৮ সালে ৪৯, ২০২০ সালে ৪৪, ২০২১ সালে ৪৭ গোল। গত দুই বছরে তার গোল এসেছে ৫৪ ও ৪৩টি।
স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন...
স্পোর্টস ডেস্ক : ওয়েষ্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলের ছক...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে জয় দিয়ে মিশ...
স্পোর্টস ডেস্ক : ২০১১ সালের জানুয়ারির পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে...
স্পোর্টস ডেস্ক : বিপিএলের ১২তম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সিলেট ...

মন্তব্য (০)