প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধি: সারা দেশের মতো নওগাঁতেও চলছে ডেভিল হান্ট (ফেইজ-২) অভিযান। গতকাল শনিবার (২৭ডিসেম্বর) পর্যন্ত জেলাতে মোট ৭৭জন ডেভিলকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এছাড়া অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামা জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনায় নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট (ফেইজ-২)” পরিচালিত হচ্ছে। অভিযানে নওগাঁ জেলার বিভিন্ন থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় নিম্নে উল্লেখিত আওয়ামী ফ্যাসিস্টের ৮জনসহ এখন পর্যন্ত অভিযানে সর্বমোট ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ঘন্টায় গ্রেফতারকৃত ৮জন ডেভিলরা হলো সদর উপজেলার পানিশাইল গ্রামের আমির উদ্দিন সরদারের ছেলে মোঃ মামুন হোসেন (৩২), আত্রাই উপজেলার মধুগুরনই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে আবু হাসান (৩০), রাণীনগর উপজেলার আতাইকুলা (তজের মোড়) গ্রামের আঃ রহমান প্রামানিকের ছেলে মোতালেব হোসেন (৪২), কাশিমপুর উত্তরপাড়া গ্রামের মৃত আব্বাস সরদারের ছেলে মুকুল সরদার ওরফে বাবু (৩৪), বদলগাছী উপজেলার রনাহার গ্রামের নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৫০), মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৬), মহাদেবপুর উপজেলার ইন্দাই মোজা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মঈনুল ইসলাম (৪৭) ও বাগডোব গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে নেফাউর রহমান (৬১)।
পুলিশ সুপার আরো জানান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সরকারের পরবর্তি নির্দেশনা না পাওয়া পর্যন্ত নওগাঁ জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। শুধুমাত্র ডেভিলদের বিরুদ্ধেই নয় মাদকের বিস্তার প্রতিরোধে মাদককারবারীদের বিরুদ্ধে, মাদকের আখড়ায় যে অভিযান চলমান রাখা হয়েছে তা অব্যাহত রাখা হবে। এছাড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সকল ধরনের অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধ পরিকর। এই ধরণের অভিযানে চিহ্নিত ব্যক্তিদের গ্রেফতার করতে জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন জেলা পুলিশের এই প্রধান কর্মকর্তা।
নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ভেসে আসা বিমান হামল...
জামালপুর প্রতিনিধি : হঠাৎ শীতের তীব্রতা বাড়তে থাকায় দরিদ্র ও অসহায় মানুষের কষ...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরস...
লালমনিরহাট প্রতিনিধি : অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে শিবিরের...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গড়ভবানীপুর...

মন্তব্য (০)