• জাতীয়

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় ব্যাপক জনসমাগম ও যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় নগরবাসীকে কিছু সড়ক এড়িয়ে চলতে এবং বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

‎বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে লন্ডন থেকে দেশে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) ও এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের নিজ বাসভবনে যাবেন তারেক রহমান। এ সময় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানাতে অতিরিক্ত জনসমাগম হবে।

‎সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

‎ডিএমপি বিকল্প হিসেবে যে রাস্তাগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—

‎১. আব্দুল্লাহপুর–কামারপাড়া–ধউর ব্রিজ–পঞ্চবটি–মিরপুর বেড়িবাঁধ–গাবতলী রুট

‎২. উত্তরা ও মিরপুরবাসীর জন্য হাউস বিল্ডিং–জমজম টাওয়ার–১২ নম্বর সেক্টর–মেট্রোরেল রুট

‎৩. গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীদের জন্য গুলশান-১, পুলিশ প্লাজা, আমতলী ও মহাখালী রুট

‎৪. মহাখালী বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের জন্য মিরপুর–গাবতলী রোড

‎৫. কাঞ্চন ব্রিজ থেকে আগত যানবাহনের জন্য বসুন্ধরা আবাসিক এলাকা হয়ে মাদানী এভিনিউ।

‎এ ছাড়া মিরপুর ও উত্তরা এলাকার যাত্রীদের মেট্রোরেল ব্যবহার এবং ঢাকা–জয়দেবপুর রুটে ট্রেন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশগামী ও হজযাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

‎অভ্যর্থনায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ, লাঠি বহন না করা, গাড়িবহরে যুক্ত না হওয়া এবং মোটরসাইকেল নিয়ে গুলশান–বনানী থেকে বিমানবন্দর সড়কে অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন এ নির্দেশনার বাইরে থাকবে।

‎এদিকে নেতাকর্মীদের জন্য নির্ধারিত পার্কিং স্থানও জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—

‎১. টঙ্গী হয়ে আগত যানবাহনের জন্য বিশ্ব ইজতেমা মাঠ

‎২. পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে আগত যানবাহনের জন্য নীলা মার্কেট ও বাণিজ্য মেলার মাঠ

‎৩. গাবতলী রুটের যানবাহনের জন্য দিয়াবাড়ি পশুর হাট

‎৪. বাবুবাজার ও বসিলা ব্রিজ হয়ে আগত যানবাহনের জন্য আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ

‎৫. মাওয়া রোড দিয়ে আগত যানবাহনের জন্য মতিঝিল বাণিজ্যিক এলাকা।

‎ডিএমপি আশা করছে, নগরবাসীর সহযোগিতায় এই দিনে যানজট ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।

মন্তব্য (০)





  • company_logo