• লাইফস্টাইল

শরীর গরম রাখতে শীতের সন্ধ্যায় যা খাবেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শীতকালে সন্ধ্যাবেলা মুখরোচক খাবার খাওয়ার প্রবণতা রয়েছে অনেকেরই। আর প্রতিদিন বাইরের খাবার পেটের জন্য ভালোও নয়। বরং শীতকালে এমন খাবার খেতে হবে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। সেই সঙ্গে আপনার শরীরকেও গরম রাখতে হবে। এমনই কিছু খাবার রয়েছে, যা আপনি চাইলে সন্ধ্যাবেলা খেতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক, শীতকালে সন্ধ্যাবেলায় কোন মুখরোচক খাবার খাবেন—

১. সবজির স্যুপ

শীতকালে বাজারে সবজির সমাহার। প্রচুর শাকসবজি পাওয়া যায়। ব্রকোলি, গাজর, টমেটোসহ আরও অনেক রকমের সবজি পাওয়া যায়। শীতের সন্ধ্যায় ব্রকোলি ও কড়াইশুটির স্যুপ, টমেটো ও কুমড়ার স্যুপ ইত্যাদি বানাতে পারেন। এ ছাড়া সব সবজি ব্যবহার করেই একটা স্যুপ বানাতে পারেন। আর স্যুপে চিকেন ও ডিমও মেশাতে পারেন। এসব স্যুপ খেলে আপনার শরীর গরম থাকে এবং শরীরের ইমিউনিটি বৃদ্ধি পায়।

২. ভেষজ চা

শীতকালে সন্ধ্যাবেলা এক কাপ গরম চা আপনার শরীরের সব ক্লান্তি দূর করে দেয়। এর পাশাপাশি শরীরকেও গরম রাখে। কিন্তু চায়ে দুধ ও চিনি মিশিয়ে খেলে তা হবে না। আপনার শরীর গরম রাখতে চাইলে হারবাল টি কিংবা ভেষজ চা পান করুন। এই যেমন তুলসীপাতা, ল্যাভেন্ডার, ক্যামোমাইলের মতো উপাদান দিয়ে তৈরি চা পান করুন। এ ছাড়া হট চকোলেটও খেতে পারেন। এই পানীয়ও শরীরকে গরম রাখে।

৩. রাঙা আলু 

শীতকালে সহজেই পাওয়া যায় রাঙা আলু। এই আলুকে মাইক্রোওয়েভে বেক করে নিন। এরপর মাখন, চিজ, লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিন। এই ম্যাশ পটেটো সন্ধ্যাবেলায় আপনার নাশতা হতে পারে। এমনকি রাঙা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েও খেতে পারেন।

৪. ওটমিল

অনেকের ধারণা, ওটমিল শুধু সকালের ব্রেকফাস্ট। কিন্তু আপনি চাইলে দুধ দিয়ে ওটমিল বানিয়ে সন্ধ্যাবেলাও খেতে পারেন। গরম গরম ওটমিল খেলে শীতকালে হজমের গণ্ডগোল হবে না। এর পাশাপাশি শরীরও গরম থাকবে। ওটমিলে আখরোট, আমন্ড ইত্যাদি মিশিয়ে খেতে পারেন।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশি ঐতিহ্যের বিশ্ব স্বীকৃতি ছড়িয়ে দিতে নিউইয়র্কে পি...

লাইফস্টাইল ডেস্কঃ বাংলাদেশের ঐতিহ্যবাহী বয়নশিল্প ও ফ্যাশন পণ...

image

কোন বাদামে কমবে কোলেস্টেরল, হার্ট থাকবে সুস্থ?

নিউজ ডেস্ক : কোলেস্টেরল কমানোর আশায় নিয়মিত বাদাম খাচ্ছেন? কিন্তু সব বাদা...

image

কোন বাদামে কমবে কোলেস্টেরল, হার্ট থাকবে সুস্থ?

নিউজ ডেস্ক : কোলেস্টেরল কমানোর আশায় নিয়মিত বাদাম খাচ্ছেন? কিন্তু সব বাদা...

image

থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে কী করবেন, যা বলছেন বিশেষজ্ঞরা

নিউজ ডেস্ক : থাইরয়েড নিয়ন্ত্রণে রাখার জন্য শরীরে রক্তপ্রবাহ ঠিক থাকা প্র...

image

যে ৫ অভ্যাস পুরুষদের অতিরিক্ত চুল পড়ার জন্য দায়ী

নিউজ ডেস্ক : পুরুষদের মধ্যে চুল পড়া একটি প্রচলিত সমস্যা। যদিও জিনগত কারণ...

  • company_logo