• লাইফস্টাইল

বাংলাদেশি ঐতিহ্যের বিশ্ব স্বীকৃতি ছড়িয়ে দিতে নিউইয়র্কে পিয়াল হোসেনের ফ্যাশন ফেস্ট ‎

  • লাইফস্টাইল

ছবিঃ সিএনআই

লাইফস্টাইল ডেস্কঃ বাংলাদেশের ঐতিহ্যবাহী বয়নশিল্প ও ফ্যাশন পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রসারে কাজ করে যাচ্ছেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। দেশের জামদানি ও টাঙ্গাইলের তাঁতের শাড়ির মতো ঐতিহ্যবাহী পণ্যকে বিশ্ববাজারে তুলে ধরাই তাঁর আগামী দিনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

‎জানা গেছে, আগামী ১ মার্চ থেকে চাঁদ রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স প্যালেসে বিশেষ এক ফ্যাশন মেলার আয়োজন করতে যাচ্ছেন পিয়াল হোসেন। মেলায় থাকবে জামদানি, টাঙ্গাইল শাড়ি, পাঞ্জাবি, গহনা, শান্তি নিকেতনের তাঁত সাউথের কাঞ্জিপুরাম, ভারতীয় বেনারসি শাড়িসহ বাঙালি সংস্কৃতি ও ফ্যাশনের নানা ধরণের পোশাক ও পণ্য। ‎এই আয়োজনকে ইতোমধ্যে বাংলাদেশি সেলিব্রেটি, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রোমোটার ও শীর্ষস্থানীয় ইনফ্লুয়েন্সাররা স্বাগত জানিয়েছেন ও প্রশংসা করেছেন।

‎বাংলাদেশি ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি
‎জামদানি শাড়ি ২০১৬ সালের ১৭ নভেম্বর জামদানিকে দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জামদানি বয়নশিল্প রয়েছে ইউনেস্কোর অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায়। টাঙ্গাইল শাড়ি ২০২৩ সালে টাঙ্গাইল শাড়ি বুননশিল্পও অন্তর্ভুক্ত হয়েছে ইউনেস্কোর ঐতিহ্য তালিকায়। এ দুই ঐতিহ্যবাহী শিল্পকে বাংলাদেশের গৌরব হিসেবে তুলে ধরছেন ডিজাইনার পিয়াল হোসেন।

‎বাংলা পণ্যের বৈশ্বিক বাজারে স্বপ্ন ‎নিজের পরিকল্পনা সম্পর্কে পিয়াল হোসেন বলেন, ‎আমাদের দেশীয় পণ্যগুলো বিশ্ববাজারে তুলে ধরা আমার স্বপ্ন ও লক্ষ্য। জামদানি ও টাঙ্গাইল শাড়ি ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এখন সেগুলোর বাজার আরও বিস্তৃত করতে চাই।

‎তিনি আরও জানান, এর আগে বাংলাদেশেও বহু আয়োজন করেছেন তিনি। এবার প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশের ঐতিহ্য পৌঁছে দিতে আমেরিকায় আয়োজন করছেন এই মেলা। পিয়াল হোসেনের প্রত্যাশা নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বাঙালিরা পরিবার-পরিজন নিয়ে মেলায় যোগ দেবেন এবং প্রিয় বাঙালি পোশাক কিনে বাঙালীর নিজস্ব সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখবেন।

মন্তব্য (০)





image

কোন বাদামে কমবে কোলেস্টেরল, হার্ট থাকবে সুস্থ?

নিউজ ডেস্ক : কোলেস্টেরল কমানোর আশায় নিয়মিত বাদাম খাচ্ছেন? কিন্তু সব বাদা...

image

কোন বাদামে কমবে কোলেস্টেরল, হার্ট থাকবে সুস্থ?

নিউজ ডেস্ক : কোলেস্টেরল কমানোর আশায় নিয়মিত বাদাম খাচ্ছেন? কিন্তু সব বাদা...

image

থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে কী করবেন, যা বলছেন বিশেষজ্ঞরা

নিউজ ডেস্ক : থাইরয়েড নিয়ন্ত্রণে রাখার জন্য শরীরে রক্তপ্রবাহ ঠিক থাকা প্র...

image

যে ৫ অভ্যাস পুরুষদের অতিরিক্ত চুল পড়ার জন্য দায়ী

নিউজ ডেস্ক : পুরুষদের মধ্যে চুল পড়া একটি প্রচলিত সমস্যা। যদিও জিনগত কারণ...

image

অ্যানিমিয়া কী, ৮ লক্ষণে বুঝবেন

নিউজ ডেস্ক : পর্যাপ্ত ঘুম ও নিয়মিত খাবার সত্ত্বেও যদি সারাক্ষণ শরীর অবসন...

  • company_logo