• লাইফস্টাইল

ন্যাড়া হলে কি চুল ঘন হয়? যা বলছে গবেষণা

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাতলা হতে থাকে। বিশেষ করে পুরুষের মধ্যে এটি একটু বেশিই দেখা যায়। এর পেছনে অনেক কারণও থাকতে পারে। এই যেমন চুল ঠিকমতো পুষ্টি না পাওয়া কিংবা শরীরে হরমোনের পরিবর্তনসহ আরও অনেক কিছু।

আর চুল পড়ে যাওয়ার বিষয়টি অনেকেই সহজে মেনে নিতে পারেন না। তাই কেউ কেউ ভাবেন— মাথা ন্যাড়া করে ফেললেই সব সমস্যার সমাধান। কিন্তু আদতে তা ঠিক নয়; এমন বিশ্বাস করার কোনো কারণ নেই। আবার অনেকে বিশ্বাস করেন, ন্যাড়া হলে পরে নতুন করে যে চুল গজাবে, সেটি আগের চেয়ে ঘন হবে, তাও ঠিক নয়।

সম্প্রতি পাবমেড সেন্ট্রালে প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে, আসলে ন্যাড়া হওয়ার সঙ্গে চুল ঘন হওয়ার কোনো সম্পর্ক নেই। ন্যাড়া হওয়ার পর যখন নতুন চুল ওঠে, তখন তা ছোট থাকায় দেখতেও ঘন মনে হয় এবং মাথায় হাত দিলেও ঘন ঘন লাগে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চুল বড় হলে বোঝা যায়, আসলে আগের মতোই আছে।

তবে একটা ভালো দিকও আছে— যাদের চুল পড়ার সমস্যা বেশি, তাদের ক্ষেত্রে বড় চুল সহজে উঠে যায়। কিন্তু ন্যাড়া হওয়ার পর যখন নতুন চুল ওঠে, তখন সেটি কিছুটা হলেও সময় টেকে, আর সহজে পড়ে না।

গবেষণায় আরও জানা গেছে, আসল সমস্যা হলো, মাথার ত্বকের নিচে চুলের গোড়াগুলো শুকিয়ে গেলে সেখান থেকে আর নতুন চুল ওঠে না। ন্যাড়া করলে অনেকেই ভাবেন, শুকিয়ে যাওয়া গোড়াগুলোর ভেতর থেকে আবার চুল গজাবে, কিন্তু বাস্তবে সেটি ঘটে না। কারণ ওই জায়গাগুলোতে আর কিছুই থাকে না।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশি ঐতিহ্যের বিশ্ব স্বীকৃতি ছড়িয়ে দিতে নিউইয়র্কে পি...

লাইফস্টাইল ডেস্কঃ বাংলাদেশের ঐতিহ্যবাহী বয়নশিল্প ও ফ্যাশন পণ...

image

কোন বাদামে কমবে কোলেস্টেরল, হার্ট থাকবে সুস্থ?

নিউজ ডেস্ক : কোলেস্টেরল কমানোর আশায় নিয়মিত বাদাম খাচ্ছেন? কিন্তু সব বাদা...

image

কোন বাদামে কমবে কোলেস্টেরল, হার্ট থাকবে সুস্থ?

নিউজ ডেস্ক : কোলেস্টেরল কমানোর আশায় নিয়মিত বাদাম খাচ্ছেন? কিন্তু সব বাদা...

image

থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে কী করবেন, যা বলছেন বিশেষজ্ঞরা

নিউজ ডেস্ক : থাইরয়েড নিয়ন্ত্রণে রাখার জন্য শরীরে রক্তপ্রবাহ ঠিক থাকা প্র...

image

যে ৫ অভ্যাস পুরুষদের অতিরিক্ত চুল পড়ার জন্য দায়ী

নিউজ ডেস্ক : পুরুষদের মধ্যে চুল পড়া একটি প্রচলিত সমস্যা। যদিও জিনগত কারণ...

  • company_logo