• লিড নিউজ
  • জাতীয়

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: পার্বত্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে নির্বাচনের পথেই রয়েছে এবং দেশ বর্তমানে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে।

‎তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দুই মাসের মধ্যেই দেশে একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

‎শুক্রবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের চতুর্থ সংঘরাজ ও ‘সাদা মনের মানুষ’ হিসেবে খ্যাত শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আয়োজিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন।

‎বাঘাইছড়ি উপজেলার শাক্যমুনি বৌদ্ধ বিহার মাঠে আয়োজিত ধর্মীয় সভায় ধর্মদেশনা প্রদান করেন শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরো। এছাড়া ধর্মসভায় বক্তব্য ও ধর্মীয় আলোচনা করেন অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাথেরো, মালয়েশিয়ার ধর্মীয় গুরু ধম্মাজ্যোতি মহাথেরো, থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষু পারা সামান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক অধ্যক্ষ ড. জিনবোধি মহাস্থবিরসহ দেশ-বিদেশের বিশিষ্ট বৌদ্ধ ধর্মগুরুগণ।

‎তিন দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে শাক্যমুনি বৌদ্ধ বিহারে পেটিকাবদ্ধ (কৃত্রিমভাবে সংরক্ষিত) অবস্থায় রাখা মহাপ্রয়ান তিলোকানন্দ মহাথেরোর প্রতি হাজার হাজার পূণ্যার্থী ও ভক্ত শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

‎পার্বত্য উপদেষ্টা তার বক্তব্যে আরো বলেন, ‘মহাপ্রয়ান তিলোকানন্দ মহাথেরা পার্বত্য চট্টগ্রামে যে শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার আলো ছড়িয়ে গেছেন, তা আমাদের অবশ্যই ধরে রাখতে হবে। আমরা যদি এই মূল্যবোধ ও আদর্শ সংরক্ষণ করতে ব্যর্থ হই, তাহলে পার্বত্য চট্টগ্রামের মানুষ আমাদের ক্ষমা করবে না।’

‎তিনি বলেন, তিলোকানন্দ মহাথেরোর জীবন ও কর্ম পার্বত্য অঞ্চলের মানুষের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত, যা আগামী প্রজন্মকে আলোকিত করবে।

‎শুক্রবার বিকেলে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাপ্রয়ান তিলোকানন্দ মহাথেরোর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

‎উল্লেখ্য, মহাপ্রয়ান তিলোকানন্দ মহাথেরা ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিষ্ঠাতা। তিনি মিয়ানমার সরকার প্রদত্ত সম্মানসূচক ‘অগ্রমহাপণ্ডিত’ উপাধিতে ভূষিত হন। এছাড়া এটিএন বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কর্তৃক ‘সাদা মনের মানুষ’ হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি কাচালং শিশু সদনের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।

‎মহাপ্রয়ান তিলোকানন্দ মহাথেরা ১৯৩৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ২ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে তার মহাপ্রয়ান ঘটে।

মন্তব্য (০)





image

মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল, কানায় কানায় পূর্ণ

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহি...

image

‎শিল্পকলার সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

নিউজ ডেস্কঃ অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থ...

image

ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির ময়...

image

ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে

নিউজ ডেস্কঃ ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওস...

image

পহেলা জানুয়ারি সারাদেশের স্কুল শিক্ষার্থীদের নতুন বই দেওয়...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিব...

  • company_logo