ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। গ্রুপপর্বের তিন ম্যাচেই জয় পেয়ে দারুণ ছন্দে ছিল টাইগার যুবারা। তবে সেমিফাইনালে এসে পাকিস্তানের বিপক্ষে থেমে যেতে হলো তাদের। ব্যাটিংয়ে বড় ধস নামায় আজিজুল হাকিম তামিমের দল ২৬.৩ ওভারে মাত্র ১২১ রানেই অলআউট হয়ে যায়। সেই লক্ষ্য পাকিস্তান সহজেই ৮ উইকেট হাতে রেখে এবং ৬৩ বল বাকি থাকতেই টপকে যায়।
শুক্রবার বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সব উইকেট হারিয়ে তোলে ১২১ রান। জবাবে পাকিস্তান ১৭ ওভারেই ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে। যদিও রান তাড়ায় নেমে শুরুতে ধাক্কা খায় তারা। ওপেনার হামজা জোহরকে ইকবাল হোসেন ইমনের বলে হারায় পাকিস্তান।
এরপর দ্বিতীয় উইকেটে সামির মিনহাস ও উসমান খান জুনিয়র গড়ে তোলেন ৮৫ রানের জুটি। সামিউন বশির রাতুল সেই জুটি ভাঙলেও এরপর আর পিছনে তাকাতে হয়নি পাকিস্তানকে। মিনহাস ও আহমেদ হুসাইনের ব্যাটে জয় নিশ্চিত হয়। মিনহাস ৫৭ বলে অপরাজিত ৬৯ রান করেন, আর হুসাইন ১১ রান করে তাকে ভালো সঙ্গ দেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দ্রুত ফিরে যান জাওয়াদ আবরার ও রিফাত বেগ। পঞ্চম ওভারে রিফাতকে (১৪) আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন আলী রাজা, পরের ওভারে সাজঘরে ফেরেন জাওয়াদ (৯)। অধিনায়ক তামিম ২৬ বলে ২০ রান করে আউট হন। একই ওভারের শেষ বলে কালাম সিদ্দিকি অলিনও ৮ রান করে বিদায় নেন।
এক ওভারে দুটি উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। মোহাম্মদ আব্দুল্লাহ করেন ৯ বলে ৫ রান, আর উইকেটকিপার ফরিদ হাসান ফয়সাল যোগ করেন ৭ রান। শেষদিকে রাতুলের ৩৭ বলে ৩৩ রানের ইনিংসে কোনোমতে ১২১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে আব্দুল সুবহান একাই নেন ৪ উইকেট, আর হুজাইফা আহসান শিকার করেন ২টি।
স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমি...
স্পোর্টস ডেস্ক : তালাভেরার বিপক্ষে শেষ ম্যাচে দুটি গোল করেছিলেন কিলিয়ান ...
স্পোর্টস ডেস্ক : শুবমান গিল ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। তবে আসছে টি-ট...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় অনুজ ক্রিকেটারদের ভালোবাসায়...
স্পোর্টস ডেস্ক : আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ব্যাপক উত্তেজন...

মন্তব্য (০)