• জাতীয়

প্রথম আলোর আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত ৩ ফায়ার ফাইটার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রথম আলোর কার্যালয়ে দেয়া আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছেন তিনজন ফায়ার ফাইটার। তাদের প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র-জনতা।

‎এরই সূত্র ধরে রাতেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা জড়ো হয়ে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সেই আগুন নেভানোর সময় আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) ভোরে তিন ফায়ার ফাইটার বিদ্যুতায়িত হওয়ার এ ঘটনা ঘটে।

‎এর আগে গতকাল বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ওসমান হাদি। এরপরই হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগসহ কয়েকটি স্থান। এক পর্যায়ে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

‎উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

‎পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। ওইদিন দুপুর ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় হাদিকে।

‎দুপুর ১টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। এরপর বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে।

‎সেদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা নাগাদ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয় ওসমান হাদিকে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

মন্তব্য (০)





image

দুই সম্পাদককে প্রধান উপদেষ্টার ফোন, পাশে থাকার ঘোষণা

নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের অতন্দ্র প্র...

image

হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক প্রকাশ

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুত...

image

প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন আইজিপি

নিউজ ডেস্কঃ প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন ...

image

ওসমান হাদির হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত কর...

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ...

image

হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, বিভিন্ন স্থানে অগ্...

নিউজ ডেস্কঃ জুলাই অভ্যূত্থানের নায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্...

  • company_logo