• লিড নিউজ
  • জাতীয়

‎হাদি হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

‎তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বা ছাড় দেওয়া হবে না।’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

‎ভাষণে শহীদ ওসমান হাদিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ছিলেন প্রতিবাদের এক উজ্জ্বল প্রতীক।

‎তার কর্ম ও জীবনযাপনের মধ্য দিয়ে তিনি কেবল প্রতিবাদই নয়—দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।’

‎দেশবাসীর প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি—আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

‎অধ্যাপক ড. ইউনূস আরও বলেন, ‘ওসমান হাদি ছিলেন পরাজিত ফ্যাসিস্ট শক্তির সরাসরি শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেওয়া হবে। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।’

‎গণতান্ত্রিক উত্তরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের এক চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। দুঃখজনকভাবে, তার সেই মহতী স্বপ্ন আজ অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন সমগ্র জাতির কাঁধে ন্যস্ত।’

‎তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়।’

‎ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই শোকের মুহূর্তে আসুন, আমরা শহীদ শরিফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি। ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যেকোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকি।’

‎তিনি সতর্ক করে বলেন, ‘যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল থাকাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।’

মন্তব্য (০)





image

দুই সম্পাদককে প্রধান উপদেষ্টার ফোন, পাশে থাকার ঘোষণা

নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের অতন্দ্র প্র...

image

হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক প্রকাশ

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুত...

image

প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন আইজিপি

নিউজ ডেস্কঃ প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন ...

image

প্রথম আলোর আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত ৩ ফায়ার ফাইটার

নিউজ ডেস্কঃ বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রথম আলোর কার্যালয়ে ...

image

ওসমান হাদির হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত কর...

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ...

  • company_logo