ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা পেয়েছেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেন। বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সিআইপি সম্মাননা অর্জন করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সিআইপি নির্বাচিত হওয়ায় এ প্রবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। সিআইপি পুরুষ্কার গ্রহণ করে মো. ইকবাল হোসাইন জানান, বাংলাদেশ সরকার ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বাংলাদেশের পণ্য বিদেশে আমদানি করে দেশকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ করে দেয়ার জন্য আমরা ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি। এতে আমরা আনন্দিত। বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই প্রচেষ্টায় কোটি প্রবাসী বাংলাদেশিদেরকে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য যে, শিল্পপতি ইকবাল হোসেন ইসহাক কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কেশেরা গ্রামের কৃতি সন্তান। দীর্ঘদিন ধরে তিনি মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে নিজেকে একজন সফল শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
বর্তমানে মালয়েশিয়ায় তার মালিকানাধীন ছয়টি কোম্পানিতে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক কর্মরত আছেন, যাদের একটি বড় অংশই বাংলাদেশি। ব্যবসায়িক সফলতার পাশাপাশি তিনি তার নিজ এলাকা চান্দিনার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করে একজন সমাজসেবক হিসেবেও পরিচিতি লাভ করেছেন।
গত বছরে কুমিল্লা জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী মো. ইকবাল হোসাইন ইসহাককে সম্মাননা জানানো হয়।
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে ‘এনআরবি সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)’ হিসেবে নির্বাচিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এদিন প্রবাসীদের হাতে ক্রেস্ট তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টা ড. আসিফ নজরুল।
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমী (৩২) ...
নিউজ ডেস্ক : উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদ...
নিউজ ডেস্ক : দক্ষিণ এশিয়ার বিশাল জনপদ, বিশেষ করে ইন্দো-গাঙ্গেয় সমভূমি ও ...
নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনের তারিখ ঘোষণা ক...
নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজামান বলেছেন, দায়িত্ব...

মন্তব্য (০)