• সমগ্র বাংলা

পাবনায় পুলিশের পৃথক অভিযানে ৩ আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পুলিশের পৃথক অভিযানে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শিবপুর গ্রামের মৃত ইয়াসিন প্রামানিকের ছেলে মো. আয়নাল প্রামানিক (৬৫), গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রামচন্দ্রপুর গ্রামের দবির প্রামানিকের ছেলে আলম (৬০), ফৈলজানা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নেংড়ী গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. আব্দুল করিম (৫০)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। 

গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে। 

মন্তব্য (০)





  • company_logo