ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও টালিউড পরিচালক সৃজিত মুখার্জি দম্পতি অনেক দিন ধরেই একছাদের নিচে আর থাকছেন না বলে গুঞ্জন চলছে। এমনকি তারা দুজন নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন।
এ তারকা দম্পতির সংসারজীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই মিথিলা এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন। অভিনেত্রীর কৌশলী জবাব নেটদুনিয়ায় আরও জোরালো করে তোলে।
সেই সময় মিথিলা বলেছিলেন— ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই। সৃজিত এখনো তার স্বামী কিনা— সঞ্চালক সরাসরি এমন কথা জানতে চাইলে রহস্য রেখে অভিনেত্রী বলেছিলেন, এটা তো যারা বলছে, তারা বলছে— আমি কিছুই বলব না। তবে স্বামী সম্পর্কিত প্রশ্নে যোগ তিনি বলেন, হ্যাঁ, পাসপোর্টে তার নামও রয়েছে।
সম্প্রতি আবারও একটি ভিডিওয়ের সাক্ষাৎকারে সব জল্পনাকে দূরে সরিয়ে দেন মিথিলা। তিনি জানালেন, এ মুহূর্তে তিনি ভারতের মুম্বাইয়ে রয়েছেন; সঙ্গে আছেন সৃজিত। তবে কবে কখন গেছেন, তা স্পষ্ট না হলেও এক সংবাদমাধ্যমের বরাতেই খবরটি সামনে এসেছে।
মিথিলা বলেন, এরকম হয়েছে যে ওর (সৃজিতের) অনেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার দেখা হয়নি। এবার দেখা হলো। আমরা বেড়াতে এসেছি, আইরার (মেয়ে) সঙ্গে পরিচয় হলো সবার। তিনি বলেন, গত বছর আমাদের শেষ দেখা হয়েছে, এরপর আর দেখা হয়নি। তো এবার একসঙ্গে হইচই করলাম। ওরকম খুব ঘুরে বেড়ানো হয়নি।
অভিনেত্রী বলেন, এখনো মুম্বাইতে কিচ্ছু দেখিনি। আমি বলেছিলাম, গেটওয়ে অব ইন্ডিয়া আছে তো সিনেমায় দেখা যায়। সৃজিতকে বললাম—আমাকে প্লিজ সেটা দেখাও। তখন ও বলল— ‘ওটা এখন বন্ধ, ঢেকে রেখেছে কাপড় দিয়ে।’
মিথিলা বলেন, আমি ভাবলাম, এটা কি ভুল ভাবছি! এটা তো অনেক বড়! কাপড় দিয়ে ঢেকে রাখা যায়? সবসময়ই সৃজিত আমাকে এভাবে বোকা বানায়। কথাগুলো এত সিরিয়াস চেহারা নিয়ে বলল যে, পরে আমি গুগল করলাম, দেখলাম, এত বড় স্থাপনা কীভাবে ঢেকে রাখা যায়! এরপর... ওই আরকি।
বিনোদন ডেস্ক : বলিউডের সুপারস্টার সামলান খান। গত তিন দশক ধরে রূপালি পর্দ...
বিনোদন ডেস্ক : ঢালিউড সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এলাক...
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। শুক্রবার...
বিনোদন ডেস্ক : অভিনেত্রী জয়া আহসান শুধু ঢালিউড সিনেমা ইন্ডা...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয়ের...

মন্তব্য (০)