ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর ঢাকা ও সহ বিভিন্ন স্থানে গুলিবর্ষণের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জেলা বিএনপি কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে মিশন মোড়ে বিএনপির হামারবাড়ী কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা নির্বাচন নিয়ে টালবাহানা করেছে। নানান অজুহাতে নির্বাচন বানচলের ষড়যন্ত্র করেছে। তফশিল ঘোষণার পরেও তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে আমরা সহযোগিতা করব যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। চলতি মাসের ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন সারাদেশে গণজাগরণ সৃষ্টি হবে।এ সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, ফারুক আহমেদ সিদ্দিকী, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা সহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নীলফামারী প্রতিনিধিঃ ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনক...
ফরিদপুর প্রতিনিধি: শরীফ ওসমান হাদী ও বিএনপি মনোনীত সংসদ সদস্...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য...
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর...
নিউজ ডেস্ক : পূর্বনির্ধারিত নির্বাচনি গণসংযোগে গিয়ে গুলিবিদ্...

মন্তব্য (০)