ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সক্রিয় থাকেন। তবে বারবার বিয়ে ভাঙার কারণে সামাজিক মাধ্যমে প্রায়ই ট্রলিংয়ের শিকার হন তিনি। তিনবার বিবাহবিচ্ছেদের পর তার দুই সাবেক স্বামী বর্তমানে নতুন করে সংসার শুরু করলেও অভিনেত্রী এখনো একাই রয়েছেন। তবু জীবনের সব চড়াই-উতরাই হাসিমুখে সামলে পেশাদার জগতে নিজেকে সক্রিয় রেখেছেন শ্রাবন্তী।
কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে বিতর্ক যেন লেগেই আছে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনা যেন থামছেই না। এবারও নতুন করে বিতর্কের জন্ম দিলেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বাথটাবে লাস্যময়ী ভঙ্গিমার একটি ছবি পোস্ট করে আবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন শ্রাবন্তী।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা ছবিতে দেখা গেছে, সাবানের ফেনাভর্তি বাথটাবে। সোনালি রঙের বিকিনিতে আবৃত নায়িকার মুখে লেগে রয়েছে চেনা হাসি। চোখে আবেশের রেশ, যা তার ভক্ত-অনুরাগী মহলে মুগ্ধতা ছড়িয়েছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন—নিজেকে সিক্ত করতে থাকুন।
সামাজিক মাধ্যমে ছবিটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অসংখ্য ভক্ত-অনুরাগী ভালোবাসা প্রকাশ করে ইতিবাচক মন্তব্য করেছেন। আবার কেউ কেউ অভিনেত্রীর ব্যক্তিগতজীবন নিয়ে সহানুভূতি জানালেও, কেউ কেউ তির্যক মন্তব্য করতে ছাড়েননি।
এক নেটিজেন কমেন্টবক্সে লিখেছেন, ‘অসাধারণ দুটি চোখের চাহনি।’ আরেক নেটিজেন লিখেছেন ‘ওয়াও, দারুণ!’ তবে প্রশংসার পাশাপাশি তীব্র কটাক্ষের শিকারও হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। এক নেটিজেন লিখেছেন, ‘বুড়ি হয়ে আর কত রঙ দেখাবে।’ ঠাট্টার সুরে আরেক নেটিজেন লিখেছেন, 'ঠান্ডায় কত চান কর তা দেখাতে চাইছো?'
বিনোদন ডেস্ক : অভিনেত্রী জয়া আহসান শুধু ঢালিউড সিনেমা ইন্ডা...
বিনোদন ডেস্ক : অভিনয় থেকে দূরে সরে ব্যবসা করে সফল অভিনেত্রী রিয়া চক্রবর্...
বিনোদন ডেস্ক : ‘মিশর রহস্য’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু ত্রিধ...
বিনোদন ডেস্ক : গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে ম...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের অনেক তারকা কাজ সংকটের কারণে দেশে...

মন্তব্য (০)