ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : অভিনয় থেকে দূরে সরে ব্যবসা করে সফল অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বছরে আয় করছেন ৫৫ কোটি টাক।
২০২০ সালের জুনে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর কঠোর সমালোচনা ও নানা অভিযোগে ধকল এসেছিল রিয়ার জীবনে। দীর্ঘসময় আইনি লড়াইয়ের পর সব অভিযোগ থেকে মুক্তি পান তিনি। তবে বলিউডে ফিরে কাজ করার বদলে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেন রিয়া। মন দেন ব্যবসায়। মাত্র এক বছরেই তার আয় দাঁড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২ ড্রিপ’ নিয়ে খোলামেলা কথা বলেন রিয়া। অভিযোগমুক্ত হওয়ার পরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলেই ব্র্যান্ডের নাম রেখেছেন এমন। তার দাবি, এক বছরের মধ্যেই ব্র্যান্ডটি ৪০ কোটি রুপির ব্যবসা করেছে।
পোশাক ব্যবসার পাশাপাশি নিজের পডকাস্টও চালান রিয়া। সেখানে এরই মধ্যেই হাজির হয়েছেন অনেক তারকা। এই পডকাস্টের মাধ্যমেও ব্র্যান্ডের প্রচার করেছেন তিনি। জানা গেছে, তার ব্র্যান্ডে ডেনিম প্যান্টের দাম ৫৫০০ রুপি, সাদা টি-শার্ট ২২৯০ রুপি এবং কো-অর্ড সেটের দাম প্রায় ৭৯৯০ রুপি।
ব্যবসায় এভাবে প্রতিষ্ঠা পাওয়ার গল্পটিও শেয়ার করেন রিয়া। জানান, সুশান্তের ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তখনই ঠিক করেন নিজস্ব পোশাকব্র্যান্ড গড়ে তোলার। মধ্যবিত্ত ক্রেতাদের লক্ষ্য করে ২০২৪ সালের আগস্টে অনলাইন স্টোর চালু করেন। পাশাপাশি মুম্বইয়ের বান্দ্রায় খুলেন শোরুম। এরপর মাত্র এক বছরেই ৪০ রুপি রুপি আয়-রিয়ার।
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয়ের...
বিনোদন ডেস্ক : ‘মিশর রহস্য’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু ত্রিধ...
বিনোদন ডেস্ক : গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে ম...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের অনেক তারকা কাজ সংকটের কারণে দেশে...
বিনোদন ডেস্ক : এক সময়ের ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা ময়ূরী ব...

মন্তব্য (০)