• বিনোদন

‘সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সিনেমায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব রয়েছেন। বিয়ে, সম্পর্ক নিয়ে তিনি নেটিজেনদের মাঝে সবসময় আলোচনা-সমালোচনায় থাকেন। 

অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন অনেক আগেই। ২০১৭ সালে মালাইকা ও আরবাজ আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। পরে বিচ্ছেদ নিয়ে দুজনেই চুপ থেকেছেন। এরপর দুজনই নতুন সম্পর্কে জড়িয়েছেন। আরবাজ শুরু করেন জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে, আর মালাইকা আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের কারণে। অর্জুন তার চেয়ে ১২ বছরের ছোট—এ বিষয়ই মালাইকাকে বারবার সমালোচনার মুখে ফেলেন। সে কারণে অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমেও ভেঙে যায়। গত বছর অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরপরই নাকি হর্ষ মেহেতার সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকা অরোরার। মাসখানেক ধরে তারা একে অপরকে ডেট করছেন নিয়মিতই।

 অন্যদিকে আরবাজও জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ৩৫ বছরের মেকআপ আর্টিস্ট শুরাকে বিয়ে করেন। ৫৮ বছর বয়সে সন্তানের বাবাও হয়েছেন তিনি। কিন্তু মালাইকার জীবনে ছোট যে কাজই ঘটে, তা নিয়েই খবরের শিরোনাম তৈরি হয়, মন্তব্যের ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। সম্প্রতি বারখা দত্তর ‘মোজো স্টোরি’র অনুষ্ঠানে এসে মালাইকা নিজের অভিজ্ঞতার কথা খুলে বলেন। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে যে সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে, সমাজের সেই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন তোলেন অভিনেত্রী।

মালাইকা বলেন, আপনি যদি দৃঢ় স্বভাবের নারী হন, তাহলে আপনাকে নিয়মিতই প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা এড়ানোর কোনো উপায় নেই। আমার জীবনে আসা কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন—তাদের জন্য আমার গভীর শ্রদ্ধা আছে। তিনি বলেন, তবে সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে। 

অভিনেত্রী বলেন, আজ একজন পুরুষ নতুন সম্পর্কে যায়, ডিভোর্স দেয়, নিজের অর্ধেক বয়সি কাউকে বিয়ে করে, তাহলে সবাই বলে— ওয়াও, কী দারুণ! অথচ একজন নারী একই কাজ করলে প্রশ্নের তীর তার দিকেই ছোড়া হয়— এটা কেন করলে? তার কি বুদ্ধি নেই? এই স্টেরিওটাইপগুলো এখনো আমাদের সমাজে আছে বলে জানান মালাইকা অরোরা।

অভিনেত্রী বলেন, একটা সময় তিনি শুধু গান করবেন, বিয়ে করে সংসার করবেন, সন্তান নেবেন—এভাবেই ভেবেছিলেন। আমি ভাবতাম না যে এত দূর আসব। পরে বুঝেছি— আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। একই জায়গায় থেমে থাকতে ভালো লাগত না। সব সময় অন্য রকম কিছু করতে চাইতাম।

মালাইকা বলেন, ‘মা সব সময় বলতেন—দুনিয়া দেখ, জীবনটা উপভোগ কর। আর প্রথম যাকে ডেট করবে, তাকেই বিয়ে কর না। কিন্তু আমি তা–ই করেছি, মা বিশ্বাসই করতে পারছিলেন না। বলছিলেন— এভাবে করলে তুমি কী করে জানবে জীবনে আরও কী কী আছে? আমি শুধু বলেছিলাম, মা, একটু রিলাক্স কর। তবে মা সবসময়ই আমাদের স্বপ্ন দেখতে উৎসাহ দিয়েছেন, আমাকে থামিয়ে রাখেননি বলে জানান অভিনেত্রী।

মন্তব্য (০)





image

ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার সংগীত জগতে নিজের উ...

image

ভিন্নধর্মী সাজে চমক দেখালেন সানি লিওন

বিনোদন ডেস্ক : বলিউডের বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সানি লিওন আ...

image

ইডি অফিসে কী জিজ্ঞাসাবাদ করা হলো নেহাকে?

বিনোদন ডেস্ক : কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে বলিউড অভিনেত্রী নেহা শর্মাক...

image

কার্ড ছাপানোর পরও বিয়ে ভেঙেছিল সালমানের, এখন কোথায় সেই পা...

বিনোদন ডেস্ক : কেবল সিনেমার পর্দায় নয়; তার ব্যক্তিগত জীবনও অনেক বার খবর...

image

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সৃজিত-মিথিলা-আইরার ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক : টালিউড নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী ...

  • company_logo