• রাজনীতি

‘চট্টগ্রামে ৮ দলের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে’

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শুক্রবার চট্টগ্রামের লালদীঘির মাঠে বিভাগীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দল। এ সমাবেশ ব্যাপক জনসমাগমের মাধ্যমে জনসমুদ্রে পরিণত হবে বলে নেতারা জানিয়েছেন।

এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সমাবেশের সার্বিক বিষয় জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামসহ আট দলের স্থানীয় নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়- জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং আওয়ামী লীগের সব অপকর্মের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে এ সমাবেশ করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে দুপুরে লালদিঘীর মাঠে সমাবেশ শুরু হবে। ব্যাপক জনসমাগমের মাধ্যমে জনসমুদ্রে পরিণত হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন শুধু রাজনৈতিক দাবি নয়, এটি জাতীয় আশা-আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়নের বাস্তব প্রতিফলন।

তিনি বলেন, গণভোট ছাড়া নির্বাচন হলে কোনোভাবেই জনগণের ম্যান্ডেটের প্রতিফলন হবে না। বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, বিরোধী দলের ওপর জুলুম-নির‌্যাতন চালিয়েছে, গণহত্যা করেছে এবং ব্যাপক দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।

মন্তব্য (০)





image

‘শাপলা কলি’ প্রতীকে সনদ পেল এনসিপি

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহ...

image

রাজাকারদের জন্য আ.লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযু...

image

‎কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

নিউজ ডেস্কঃ কেউ পাথর মারলে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া ...

image

আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন খালেদা জিয়া: ড. মঈ...

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন বিএনপি চেয...

image

খালেদা জিয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরব...

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অ...

  • company_logo