ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে সুষম খাদ্য গ্রহণ ও নির্বাচনের লক্ষ্যে জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার নারী-পুরুষ, কিশোর-কিশোরী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এতে সবাইকে সুষম ও পুষ্টিকর খাবার বেছে নেওয়ার বিষয়ে সচেতন করতে আয়োজকরা আলোচনা, প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, শরীর সুস্থ রাখতে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা খুবই প্রয়োজন। জাঙ্ক ফুড শরীরের ক্ষতি করে এবং শিশু-কিশোরদের পুষ্টিহীনতায় ভোগায়। তাই পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে এবং স্থানীয়ভাবে উৎপাদিত সবজি, ফলমূল, ডিম, দুধ ও মাছ খাওয়ার অভ্যাস বাড়াতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শফিউল্লাহ, পরিসংখ্যানবীদ আল আমিন হাসান,
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (জেসমিন) প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট কোঅরডিনেটর মোঃ শরীফ উদ্দিন, উন্নয়ন সংঘের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেইঞ্জ অফিসার মনোয়ারা পারভীন, জেসমিন প্রকল্পের দেওয়ানগঞ্জের মনিটরিং অফিসার একেএম আরিফুর রহমান, নিউটিশন অফিসার (মেলান্দহ-ইসলামপুর) রেবেকা সুলতানা প্রমুখ।
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)” এর অর্থায়নে “জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN)” প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেসমিন প্রকল্পের মাঠকর্মী ও স্থানীয় উন্নয়নকর্মীরা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ)-তে কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) একটি বর্ধিত অংশ।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন...
ফরিদপুর প্রতিনিধি : গত বছরের ৫ আগস্টে গনঅভ্যূত্থানে ক্ষমতাচ্...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহ...
বগুড়া প্রতিনিধি : বিরোধী দলের ওপর দীর্ঘ বছর ধরে জুলুম, ...
লালমনিরহাট প্রতিনিধি : অর্থের অভাবে পাকা ধান কাটতে...

মন্তব্য (০)