ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : সৌদি আরবে চলমান ‘রিয়াদ সিজন’-এর ষষ্ঠ আসরের অংশ হিসেবে ‘বাংলাদেশ কালচার’ পর্বে পারফর্ম করতে রিয়াদে আছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে হোটেলে অবস্থানকালে ঘটে যাওয়া এক ছোট্ট ঘটনা তাকে এনে দিয়েছে আনন্দ আর আবেগের মিশেল।
দিঘী জানান, তিনি বাইরে থাকার সময়ে একজন পরিচ্ছন্নতা কর্মী তার হোটেল রুমে একটি ছোট চিরকুট রেখে যান। সেই নোটে দীঘির সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করা হয়। বিষয়টি ফেসবুকে শেয়ার করে তিনি জানান, চিরকুটটি তাকে আনন্দ ও বিস্ময়ে ভরিয়ে দিয়েছে।ফেসবুকে দীঘি লিখেছেন, সকালে বের হওয়ার সময় রিসেপশনে রুম পরিষ্কার করে দেওয়ার কথা বলেছিলাম। পরে অনেক হাঁটা–হাঁটি আর শপিং শেষে রুমে ফিরে দেখি টেবিলে রাখা একটি ছোট্ট নোট। সম্ভবত যিনি রুমটি পরিষ্কার করেছেন তিনি একজন বাংলাদেশি। এই ডিজিটাল যুগেও কেউ হাতে লেখা চিরকুট দিয়ে দেখা করতে চাইছে বিষয়টা সত্যিই ভীষণ মিষ্টি লাগল।
তিনি আরও লিখেছেন, এই ছোট্ট নোট আমাকে মনে করিয়ে দিল ভালোবাসা এখনো চিঠির মতো সরল জায়গাতেই রয়েছে। আমার ভক্তদের জন্যই আমি আজও লড়াই করছি। তাদের এই ভালোবাসা যেন সারাজীবন থাকে।
রিয়াদ সিজনের এ আয়োজনে শুধু দীঘি নন, উপস্থিত থাকবেন আসিফ আকবর, মনির খানসহ আরও বেশ কয়েকজন শিল্পী। প্রসঙ্গত, দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‘জংলি’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন সিয়াম আহমেদ। এ ছাড়াও তার হাতে এখন আরও দুটি নতুন চলচ্চিত্রের কাজ রয়েছে।
বিনোদন ডেস্ক : আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এব...
বিনোদন ডেস্ক : অর্থ আত্মসাৎ, হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা ...
বিনোদন ডেস্ক : পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিম...
বিনোদন ডেস্ক : শাকিব খানের নতুন সিনেমায় যুক্ত হলেন অভিনেত্রী তাসনিয়া ফা...
নিউজ ডেস্ক : সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছে...

মন্তব্য (০)