• বিনোদন

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেফতার হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ রাজু।

হিরো আলমের গ্রেফতারের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক স্ত্রী রিয়া মনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমিও খবর শুনেছি। আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই। বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে।

জানা গেছে, হিরো আলমের বিরুদ্ধে গত বুধবার (১২ নভেম্বর) গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই প্রেক্ষিতেই আজ তাকে গ্রেফতার করে পুলিশ।

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে তার বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার জন্য হাতিরঝিল থানাধীন একটি বাসায় তাদের ডাকা হয়। সেই সময় হিরো আলমসহ ১০–১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন।

পাশাপাশি অভিযোগে বলা হয়েছে, এ সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন চুরি করা হয়। এ ঘটনায় ২৩ জুন বাদী রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।

 

মন্তব্য (০)





image

ময়ূরীর জন্মদিনে মেয়ে মাইমুনার স্ট্যাটাস ভাইরাল

বিনোদন ডেস্ক : এক সময়ের ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা ময়ূরী ব...

image

‎কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২ অনুষ্ঠানে পুরস্কৃত হল...

বিনোদন প্রতিবেদকঃ চট্টগ্রাম রেডিসন ব্লুতে   জ...

image

কখনো ভাবিনি জীবনে এমন কাউকে পাব: আমির খান

বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ৬০ বছর বয়সে...

image

বিতর্ক পিছু ছাড়ছে না কঙ্গনার

বিনোদন ডেস্ক : অভিনেত্রী কঙ্গনা রানাউত বলিউডে ঠোঁটকাটা হিসাবে পরিচিত। অভ...

image

কাজল-টুইঙ্কেলের অনুষ্ঠানে নেই কেন শাহরুখ, যা বললেন বাদশা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে বাদশাহ শাহরুখ খানের বন্ধুত্ব...

  • company_logo