• লিড নিউজ
  • জাতীয়

তরুণদের আত্মরক্ষা প্রশিক্ষণে সরকারের ২৮ কোটি টাকা অনুমোদন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশের তরুণদের আত্মরক্ষার দক্ষতা বাড়াতে ২৭ কোটি ৮২ লাখ টাকার একটি নতুন প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকার। ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক তিন বছর মেয়াদি এই উদ্যোগ বাস্তবায়ন করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প মূল্যায়ন কমিটির সুপারিশের পর ১৩ অক্টোবর প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই কার্যক্রম চলবে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এবং সম্পূর্ণ অর্থায়ন দেবে সরকার।

প্রকল্পের আওতায় ৮ হাজার ৮৫০ জন তরুণ-তরুণীকে আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৮ হাজার ২৫০ জন তরুণ এবং ৬০০ জন তরুণী অংশ নেবেন। প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপি প্রধান ক্যাম্পাসসহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটের আঞ্চলিক কেন্দ্রগুলোতে। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ নিতে পারবেন ঢাকা বা দিনাজপুর কেন্দ্রে। দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীকে এ প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম, উপকরণ ও অংশগ্রহণকারীদের সহায়তার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৬ কোটি ৫১ লাখ টাকা। ক্রীড়া ও প্রশিক্ষণ সরঞ্জাম কেনার জন্য ব্যয় হবে ৭ কোটি ৮ লাখ টাকা এবং আসবাবপত্রের জন্য বরাদ্দ ২ কোটি ১৭ লাখ টাকা। এছাড়া ডরমিটরি সংস্কারের জন্য ৬৭ লাখ ২২ হাজার, যন্ত্রপাতি ও সরঞ্জামাদির জন্য ৪৪ লাখ ৩ হাজার এবং যানবাহন ভাড়ার জন্য ৪২ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, তরুণদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সহনশীলতা বাড়ানোর পাশাপাশি আত্মরক্ষার কৌশল শিখিয়ে তাদের শারীরিক ও মানসিক সক্ষমতা তৈরি করা। আকস্মিক বা হুমকিমূলক পরিস্থিতিতে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ তরুণদের প্রস্তুত করবে।

মন্তব্য (০)





image

‎রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু করলো...

নিউজ ডেস্কঃ রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জন জুলাই শ...

image

‎জাতীয় নির্বাচন আয়োজনে কমিশন শতভাগ প্রস্তুত: ইসি সচিব

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে...

image

‎শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা: ...

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জ...

image

জলবায়ু পরিবর্তনে নারী উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে: প...

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং...

image

‎জুলাই গণঅভ্যুত্থানে স্কাউটদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নি...

নিউজ ডেস্কঃ জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১১ স্কাউট...

  • company_logo