• রাজনীতি

নির্বাচনের মাধ্যমে যত দ্রুত সরকার প্রতিষ্ঠা করতে পারব ততই মঙ্গল: মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত সরকার প্রতিষ্ঠা করতে পারব ততই মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা রেডিসন ব্লু লহরি হলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সংলাপে তিনি এমন মন্তব্য করেন। 

বিএনপি মহাসচিব বলেন, যত দ্রত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারব, ততই আমাদের মঙ্গল হবে। তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রাটা শুরু করতে পারব, এতে আমি হতাশার কিছু দেখি না। 

তিনি বলেন, গণতন্ত্রের চর্চাটা করতে হবে। আমরা আসলে দুর্ভাগা জাতি, বরাবর গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, লড়েছি এবং সংগ্রাম করেছি। কিন্তু গণতন্ত্র চর্চা করার কোনো সুযোগ পাইনি। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, এই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য।

জাতির উদ্দেশে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আজকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটা নিঃসন্দেহে আপনারা অনেকেই মনে করবেন যে, সবার কাছে গ্রহণযোগ্য একটা বক্তব্যে দিয়েছেন। কিন্তু এর মধ্যে তো দ্বিমত থাকতে পারে, আপনার অন্যমতও থাকতে পারে। মূল কথা আমরা যেটা বলি- অতিদ্রুত। যেটা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিন।  

সংলাপে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, দেশে এখন যারা সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনের দাবি করছেন, তারা দেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন। সংবিধানে লেখা আছে, নির্বাচন হবে পাঁচ বছর পরে, অর্থাৎ, ২০২৯ সালে। কোন সাংবিধানিক যুক্তির ভিত্তি থেকে নির্বাচন চাওয়া হচ্ছে? যদি আপনারা মনে করেন- ঠিক আছে। উপদেষ্টার সরকার (অন্তর্বর্তী সরকার) শেখ হাসিনার সংবিধান মেনেছে, তাহলে ২০২৯ সালের নির্বাচন আপনাকে মেনে নিতে হবে।

সংলাপে স্বাগত বক্তব্যে এফএসডিএসের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, আমরা আজ জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, উন্নয়ন এবং বৈশ্বিক অবস্থান নির্ধারিত হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কতটুকু সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক হবে তার ওপর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মামুন আহমেদের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান প্রমুখ। 

সংলাপে উপস্থিত ছিলেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত প্রমুখ। সংলাপে আসন্ন নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব তুলে ধরে একটি নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী।

 

মন্তব্য (০)





image

নির্বাচনের আগেই গণভোটের সিদ্ধান্তে অনড় জামায়াত, আসছে নতুন...

নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে, এখনো এই সিদ্...

image

‎আওয়ামী লীগ মানুষ নয় পশু: শিবির সভাপতি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহ...

image

‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীসহ আট দলের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন জা...

image

এই মুহূর্তে বেশি দরকার জনকল্যাণমূলক কাজে মনোনিবেশ: তারেক ...

নিউজ ডেস্ক : এই মুহূর্তে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মনোনিবেশ করা বেশি দরকার...

image

সরকারের ভেতরেই ভূত আছে: রিজভী

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের ভেতরেই ভূত আছে বলে মন্তব্য করেছেন বিএনপ...

  • company_logo