ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল-শাইখের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন এবং তার সঙ্গে আসা প্রতিনিধি দল। এ সময় সৌদি মন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনাধীন ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সৌদি আরবের জেদ্দা প্রদেশের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা ও তার প্রতিনিধিদল বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন।
সাক্ষাতকালে উভয় পক্ষের পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের সেবার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
শেখ ড. আব্দুল লতিফ আল-শাইখ সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্কের গভীরতার প্রশংসা করেন।
তিনি জোর দিয়ে বলেন, ইসলাম বিষয়ক মন্ত্রণালয় দাওয়াত, সচেতনতামূলক এবং দিকনির্দেশনামূলক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আগ্রহী, যা সৌদি আরবের ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অন্যদিকে, বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন শেখ ড. আব্দুল লতিফ আল-শাইখের সঙ্গে সাক্ষাতে আনন্দ প্রকাশ করেন এবং ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের নেতৃত্বমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি পবিত্র দুই মসজিদ ও হজযাত্রীদের সেবায় সৌদি সরকারের বিশাল প্রচেষ্টারও উচ্চ প্রশংসা করেন এবং বিশ্বের বিভিন্ন স্থানে মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার তাদের প্রচেষ্টার প্রশংসা জানান।
এছাড়া, ধর্ম উপদেষ্টা সৌদি বাদশাহ ও যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া বড় ধরনের সহায়তার প্রশংসা করে বলেন, তার দেশ সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যা উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম, হজ কনসাল আসলাম উদ্দীন।
নিউজ ডেস্কঃ বাতাসের মানে অবনতি হওয়ায় রাজধানী ঢাকার বায়ু...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর...
নিউজ ডেস্কঃ দেশের খাদ্যপণ্যে দূষণ ও ক্ষতিকর রাসায়নিক প...
নিউজ ডেস্কঃ কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহ...
নিউজ ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তু...

মন্তব্য (০)