• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশের ইমামদের জন্য বড় সহযোগিতার ঘোষণা সৌদি সরকারের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল-শাইখের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন এবং তার সঙ্গে আসা প্রতিনিধি দল। এ সময় সৌদি মন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনাধীন ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সৌদি আরবের জেদ্দা প্রদেশের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা ও তার প্রতিনিধিদল বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন।

সাক্ষাতকালে উভয় পক্ষের পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের সেবার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। 

শেখ ড. আব্দুল লতিফ আল-শাইখ সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্কের গভীরতার প্রশংসা করেন।

তিনি জোর দিয়ে বলেন, ইসলাম বিষয়ক মন্ত্রণালয় দাওয়াত, সচেতনতামূলক এবং দিকনির্দেশনামূলক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আগ্রহী, যা সৌদি আরবের ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অন্যদিকে, বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন শেখ ড. আব্দুল লতিফ আল-শাইখের সঙ্গে সাক্ষাতে আনন্দ প্রকাশ করেন এবং ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের নেতৃত্বমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি পবিত্র দুই মসজিদ ও হজযাত্রীদের সেবায় সৌদি সরকারের বিশাল প্রচেষ্টারও উচ্চ প্রশংসা করেন এবং বিশ্বের বিভিন্ন স্থানে মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার তাদের প্রচেষ্টার প্রশংসা জানান।

এছাড়া, ধর্ম উপদেষ্টা সৌদি বাদশাহ ও যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া বড় ধরনের সহায়তার প্রশংসা করে বলেন, তার দেশ সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যা উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম, হজ কনসাল আসলাম উদ্দীন।

 

মন্তব্য (০)





image

আরও ১৪ জেলায় নতুন ডিসি

নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে আরও ১৪...

image

৯ জেলায় নতুন ডিসি

নিউজ ডেস্ক : দেশের প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার।...

image

এ বছরও হজের বিমান টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক : গত বছরের মতো এ বছরও হজের বিমান টিকিটে আবগারি শু...

image

জরুরি বৈঠকে বসেছে বিএনপি, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জরুরি বৈঠকে বসেছে। দ...

image

নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে ঋণের ৬ষ্ঠ কিস্তি ছাড় ক...

নিউজ ডেস্ক : নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক ...

  • company_logo