• তথ্য ও প্রযুক্তি

যেভাবে স্টারলিংক আরও সহজলভ্য করল স্টার টেক

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট পরিষেবা ‘স্টারলিংক’ আরও সহজলভ্য করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্টার টেক। বাংলাদেশে কার্যক্রম শুরুর সময় এ সেবার অন্যতম প্রধান বাধা ছিল উচ্চমূল্য। এবার সেই বাধা কাটিয়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী ও গ্রাহকবান্ধব সমাধান নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের মে মাসে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে স্টারলিংক। এর মধ্য দিয়ে দেশের প্রত্যন্ত ও দুর্যোগপ্রবণ এলাকাতেও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের নতুন দিগন্ত উন্মোচিত হয়। তবে শুরুতে এর যন্ত্রাংশের উচ্চমূল্য ছিল বড় প্রতিবন্ধকতা। সরকারিভাবে স্ট্যান্ডার্ড কিটের এককালীন মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪৭ হাজার টাকা।

স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্টার টেক লিমিটেড এখন সেই কিট সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সর্বনিম্ন দাম ও সহজ কিস্তির সুবিধা দিচ্ছে। গ্রাহকদের আর্থিক চাপ কমাতে থাকছে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত জিরো ইএমআই বা সুদমুক্ত কিস্তি সুবিধা। নগদ ক্রেতাদের জন্যও থাকছে বিশেষ ছাড়।

স্টারলিংক মিনি কিটের নগদ মূল্য ২৩ হাজার ৮৫০ টাকা—যা বহনযোগ্য এবং ভ্রমণকারী বা ডিজিটাল ক্রিয়েটরদের জন্য আদর্শ। আর স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটের দাম ৪৪ হাজার ৫৫০ টাকা, যা বাড়ি বা ছোট ব্যবসার ব্যবহারের জন্য উপযুক্ত। এর মাধ্যমে ফ্রিল্যান্সার, ক্ষুদ্র উদ্যোক্তা ও গ্রামীণ গ্রাহকরা সহজেই সাশ্রয়ী মূল্যে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

শুধু আর্থিক সুবিধা নয়, নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে সারা দেশে বিস্তৃত বিতরণ নেটওয়ার্ক গড়ে তুলেছে স্টার টেক। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর ও রংপুরসহ বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটির ২০টি শাখা রয়েছে। অনলাইন গ্রাহকদের জন্য রয়েছে নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখান থেকে স্টারলিংক কিট অর্ডার করে হোম ডেলিভারি পাওয়া যাবে। এছাড়া করপোরেট গ্রাহক—যেমন ব্যাংক, হাসপাতাল, সরকারি ও বহুজাতিক সংস্থার জন্য হাই-পারফরম্যান্স কিটও সরবরাহ করছে তারা। 

সম্প্রতি স্টার টেক কার্যালয়ে স্টারলিংক প্রতিনিধিদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম সম্প্রসারণ ও দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযোগ বাড়াতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয় পক্ষ। এ সময় উপস্থিত ছিলেন স্টারলিংকের প্রতিনিধি ব্রায়ান শিন, ওশান বীরসিংহে এবং নাটালি রাইডার। 

স্টার টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক মো. সাজেদুর রহমান বলেন, এই উদ্যোগ শুধু ব্যবসায়িক নয়, বরং দেশের ডিজিটাল সংযোগ ও অন্তর্ভুক্তি বৃদ্ধির একটি বাস্তব পদক্ষেপ। উচ্চমূল্যের চ্যালেঞ্জ মোকাবিলায় জিরো ইএমআই সুবিধা ও প্রতিযোগিতামূলক দামে যন্ত্রাংশ সরবরাহ—এই দুই উদ্যোগ স্টারলিংককে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ দেশের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। উল্লেখ্য, বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত খুচরা বিক্রেতা হিসেবে কাজ করছে স্টার টেক লিমিটেড।

 

মন্তব্য (০)





image

ভুয়া বিজ্ঞাপন থেকে বছরে ১৬ বিলিয়ন ডলার লাভ করছে মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানি মেটা প্ল্য...

image

যে ৪ উপায়ে সুরক্ষিত রাখবেন সামাজিক মাধ্যম

তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক মাধ্যম কেবল যোগাযোগের মাধ্যম নয়—এটি...

image

অবশেষে ফেসবুকে দেখা যাবে ‘ডিসলাইক’ বাটন

তথ্য প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়ার ইতিহাসে অনেক প্রতীক্ষিত একটি ফিচা...

image

‎এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটিতে একসাথে অনার ও বিও...

নিউজ ডেস্কঃ বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় বিদ্যুচ্চালিত গাড়ি নির্...

image

ব্যবহারকারীর নিরাপত্তা বাড়াতে ‘নতুন সুবিধা’ আনল হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইউজারদের ডেটা সুরক্ষায় আরও একটি নতুন পদক্ষেপ নিয়ে...

  • company_logo