• সমগ্র বাংলা

সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলামকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে চাটমোহরে মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সাবেক এমপি কে. এম আনোয়ারুল ইসলামকে দলীয় চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে মঙ্গলবার (৪ নভেম্বর)  সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের পাঠানপাড়ায় নিজস্ব বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাটমোহর উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি আলহাজ্ব কে. এম. আনোয়ারুল ইসলাম।

উক্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দের মাঝে বক্তব্য দেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আজিজ, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপি নেতা এ্যাডভোকেট আশরাফুজ্জামান হালিম, আব্দুল কুদ্দুস আলো মাস্টার, অধ্যাপক সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম কাফি, আফজাল হোসেন মেম্বার, মহব্বত আলী, আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, ছাত্রদল নেতা উজ্জল হোসেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নেতা আব্দুল মতিন রাজু, আনিসুল হক লিটন, ইসরাইল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা রানা আহমেদ, ফরিদপুর উপজেলা বিএনপির নেতা বরকত উল্লাহ বুলু, মতিউল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা সাবেক এমপি আলহাজ্ব কে. এম আনোয়ারুল ইসলামকে পাবনা-৩ আসনে বিএনপি দলীয় চূড়ান্ত প্রার্থী ঘোঘণা করার দাবীতে জোড়ালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, 'আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের সমাজের অহংকার তারেক রহমান পাবনা-৩ আসনে ধানের শীষের বিজয়ী করতে সাবেক এমপি কে. এম আনোয়ারুল ইসলামের হাতে চূড়ান্ত মনোনয়ন তুলে দিবেন।'

তারা আরও বলেন, এ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) উপজেলার কিছু সুবিধাবাদী নেতা নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আনোয়ার সাহেবকে বৃদ্ধ অচল সাব্যস্ত করে তুহিন সাহেবকে এই আসনে ডেকে এনেছেন। আমরা দেখিয়ে দিতে চাই, আনোয়ার সাহেব বৃদ্ধ নন। তিনি সক্ষম একজন ত্যাগী ও পরিশ্রমী বিএনপি নেতা। চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার এমন কোনো বাড়ি নেই যেখানে আনোয়ার সাহেবের ভোট নেই।'

এ সময় উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে "বহিরাগতের আস্তানা পাবনা-৩ এ হবে না", "দাবী মোদের একটাই চাটমোহরের এমপি চাই" স্লোগান দেন।

সভায় উপজেলা যুবদল নেতা সাইদুল ইসলাম কাফি আগামী শনিবার (৮ নভেম্বর) বিকেলে চাটমোহর বালুচর মাঠ থেকে সাবেক এমপি কে. এম আনোয়ারুল ইসলামকে দলীয় চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন।

মতবিনিময় সভায় চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রচুর নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo