ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি বাংলাদেশে আঘাত করার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সোমবার (৩ নভেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এ তথ্য জানায়। এতে আরও বলা হয়, লঘুচাপটি বিশেষ করে ভোলা থেকে চট্টগ্রামের যেকোনো স্থানে আঘাত হানতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ থেকে ছয় নভেম্বরে দেশের বেশকিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এরমধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মায়ানমার উপকূলীয় এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
এ অবস্থায় মঙ্গলবার সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে...
নিউজ ডেস্ক : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ৩ বছরের মেয়াদে চ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্...
নিউজ ডেস্কঃ চলমান রাজনৈতিক সংকট ও সমসাময়িক বিষয় নিয়ে সোমবার ...
নিউজ ডেস্কঃ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈ...

মন্তব্য (০)