• অর্থনীতি

নিরাপত্তাহীনতায় বাতিল হচ্ছে ক্রয়াদেশ, বহু কারখানা বন্ধের শঙ্কা

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নিরাপত্তাহীনতায় বাতিল হচ্ছে ক্রয়াদেশ। এমন পরিস্থিতিতে বহু পোশাক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। রবিবার (২ নভেম্বর) রবিবার বিকেলে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা।

এ সময় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, অনির্বাচিত সরকারের কাছে ভালো কিছু আশা করা যায় না।

বিএনপি আমলে অর্থনীতিতে কোনো বিপর্যয় হয়নি বলেও দাবি করেন তিনি। পোশাক খাতের সংকট ও পুনরুদ্ধার নিয়ে সেমিনারের আয়োজন করে গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। নিজেদের সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, কারো সঙ্গে আলোচনা না করেই পোশাক খাতের রোডম্যাপ তৈরি করেছে সরকার। নিরাপত্তাহীনতা এবং জ্বালানি সংকটও রয়েছে। এতে অনেক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

বিজিবিএ–এর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল বলেন, ‘যখন আমরা বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, একটা কথাই বলছেন—তারা ট্রাস্ট পাচ্ছেন না। তারা আমাদের চেয়ে বেশি দামে পাশের দেশে অর্ডার প্লেস করছেন, শুধু নিরাপত্তাহীনতার কারণে।

বিটিএমএ–এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘আপনারা প্লিজ নির্বাচন দিয়ে আমাদের মুক্তি দিন। আমরা একটু ভালোভাবে ব্যবসা-বাণিজ্য করতে চাই। ফ্যাক্টরির সঙ্গে সঙ্গে ব্যাংকও বন্ধ করছেন আপনারা। তাহলে ইকোনমি কোথায় যাবে?’

অনুষ্ঠানে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, ব্যবসায়িক কর্মকাণ্ডে অর্থের মূল উৎস পুঁজিবাজার, যা লুটপাট করেছে বিগত সরকার। দেউলিয়া করেছে ব্যাংকগুলো। ভবিষ্যতে ব্যবসায়ীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি।

আমীর খসরু বলেন, ‘আমাদের (বিএনপি) প্রথম কাজ হবে আমি এটা সরাসরিই বলছি—ডিরেগুলেট করা। আমি সিরিয়াস ডিরেগুলেশনের কথা বলছি।’ তিনি আরো জানান, ব্যবসা-বাণিজ্যের দাপ্তরিক কাজ অনলাইনে করার পরিকল্পনা রয়েছে।

 

মন্তব্য (০)





image

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ কর...

image

কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন

নিউজ ডেস্কঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদ...

image

যে কারণে স্বর্ণের দাম বাড়ল

নিউজ ডেস্ক : ডলারের দুর্বলতার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। তবে...

image

‎বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছ...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাং...

image

সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে হাতিয়ে নিলো গ্রাহকের ২৫ ল...

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে অন্য গ্রা...

  • company_logo