• তথ্য ও প্রযুক্তি

স্টোরেজ সমস্যার সমাধান করবে হোয়াটসঅ্যাপ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। কিন্তু প্রতিদিনের এসব টেক্সট, ভিডিও, ছবি, অডিও স্টোরেজ ভরিয়ে ফেলে। বড় এক বিড়ম্বনার সৃষ্টি হয়। সেই সমস্যার সমাধান খুঁজছে হোয়াটসঅ্যাপ।

ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন ফিচার পরীক্ষা করছে। যা ব্যবহারকারীদের প্রতিটি চ্যাট থেকেই সরাসরি স্টোরেজ ম্যানেজ করার সুযোগ দেবে। অর্থাৎ ব্যবহারকারীরা স্টোরেজ আরও সহজ ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। বিশেষ করে পুরনো অ্যান্ড্রয়েড ফোন ও সীমিত স্টোরেজের আইফোন ব্যবহারকারীদের জন্য এই আপডেট।

প্রতিবেদনে ডব্লিউএবেটাইনফো বলেছে, হোয়াটসঅ্যাপ বর্তমানে অ্যান্ড্রয়েড বেটা এবং আইফোন টেস্টফ্লাইট—উভয় সংস্করণেই নতুন প্রতি-চ্যাট ভিত্তিক স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার পরীক্ষা করছে।

আইফোন ব্যবহারকারীরা বেটা সংস্করণে এখন যোগাযোগ বা গ্রুপ ইনফো স্ক্রিনে একটি নতুন ‘Manage Storage’ মেনু দেখা যাবে। এর অর্থ হলো, ব্যবহারকারীরা শিগগিরই নির্দিষ্ট কোনো চ্যাটের মিডিয়া ফাইল সরাসরি পরীক্ষা ও মুছে ফেলতে পারবেন—মূল সেটিংস মেনুতে না গিয়েই।

এই আসন্ন ফিচারটি মূলত হোয়াটসঅ্যাপের স্টোরেজ টুলেরই একটি উন্নত সংস্করণ। যা আরও বেশি সুবিধা দেবে। ব্যবহারকারীদের স্টোরেজ বেশি দখল করা নির্দিষ্ট চ্যাট আলাদাভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে। বিশেষ করে পরিবারের বা কর্মক্ষেত্রের গ্রুপে যেসব বড় আকারের মিডিয়া ফাইল আদানপ্রদান হয়, সেই ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি বিশেষভাবে উপকারী হতে পারে।

অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ স্টোরেজ ডিলিট করার উপায়-

* হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবার ডান দিকে উপরে থ্রি ডট মেন্যুতে ট্যাপ করুন। এখানে আপনি ‘সেটিংস’ অপশন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ সিলেক্ট করুন।

* এখানে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশন দেখতে পাবেন। সেখানে হোয়াটসঅ্যাপ স্টোরেজের বিস্তারিত বিবরণ দেখতে পাবেন। এখানে বারবার ফরওয়ার্ড করা মেসেজ খোঁজার জন্য থাকবে একটি অপশন। এভাবে আপনি একই মেসেজ বার বার এসে থাকলে সহজেই খুঁজে পাবেন।

* এবার মিডিয়া ফাইল সিলেক্ট করে ডিলিট করতে প্রেস করে হোল্ড করুন। একসঙ্গে সব ডিলিট করতে ‘সিলেক্ট অল’ করে ‘ডিলিট’ করে দিন।

* এবার ‘লার্জার দ্যান ৫এমবি’ সিলেক্ট করুন। এভাবে ৫এমবির বেশি সাইজের মিডিয়া ফাইল খুঁজে ডিলিট করতে পারবেন।

* এছাড়াও চাইলে আপনি নির্দিষ্ট কোনো চ্যাটে ঢুকে সেই চ্যাটের মিডিয়া ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করতে পারবেন।

ডিফল্ট মিডিয়া ভিসিবিলিটি সেটিংস

ফোনের গ্যালারিতে হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে সেভ করা বন্ধ করতে মিডিয়া ভিসিবিলিটি অপশনটি বন্ধ করতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

* হোয়াটসঅ্যাপের তিনটি ডটে ট্যাপ করুন।

* এরপর সেটিংস থেকে চ্যাট অপশনে ট্যাপ করুন।

* মিডিয়া ভিসিবিলিটি অপশনটি বন্ধ করুন।

গ্রুপ চ্যাটের মিডিয়া ডাউনলোড বন্ধ করতে—

* হোয়াটসঅ্যাপের যে কোনো চ্যাট বা গ্রুপ চ্যাটে প্রবেশ করুন।

* তিনটি ডটে ট্যাপ করুন ও ভিউ কন্টাক্ট বা গ্রুপ ইনফো অপশনে ক্লিক করুন।

* এরপর স্ক্রল করে মিডিয়া ভিসিবিলিটিতে ট্যাপ করুন এবং ‘নো’ অপশন নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে নির্বাচন করুন। এর ফলে প্রতিটি চ্যাটের মিডিয়া ভিসিবিলিটি সেটিংস আলাদা আলাদাভাবে পরিবর্তন করা যাবে।

 

মন্তব্য (০)





image

ফ্যান ও এসি একসঙ্গে চালানো কি ঠিক?

তথ্য প্রযুক্তি ডেস্ক : বেশিরভাগ সময় ফ্যান ও এসি একসঙ্গে চালানোয় ব্যবহারক...

image

ফেসবুক রিলস থেকে আয় করবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : দিন দিন বেড়েই চলেছে ফেসবুকের জনপ্রিয়তা। এর অন্যতম...

image

আইফোনের ৫ লুকানো ফিচার জেনে নিন

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনার আইফোনে অনেক দরকারি ফিচার রয়েছে, যা আপনি জান...

image

গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী আনছে ওপেনএআই

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওপেনএআই মঙ্গলবার নিজেদের ওয়েব ব্রাউজার ‘অ্য...

image

ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীরা যেসব কন্টেন্ট বেশি দেখে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীরা খাবারজনিত মানসিক ব্যা...

  • company_logo