• খেলাধুলা

লিটনের চাওয়া চ্যালেঞ্জের মুখে পড়ুক বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজটি মাঠের বাইরে থেকে দেখতে হয়েছে লিটন দাসের।  তা নিয়ে বিস্তর আক্ষেপ আছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চাশ ওভারের সিরিজটি বেশ জমেও উঠেছিল।  ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টিতেও একই অবস্থা চান লিটন। ক্যাপ্টেনের চাওয়া, এই সিরিজটি আরও চ্যালেঞ্জিং হোক।

মূলত আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজটি খেলতে চান লিটন।  তাই তার চাওয়া দল যেন পরীক্ষার মুখে পড়ে। রোববার চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে এমনটি বলেছেন।

টাইগার কাপ্তান জানান, বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজ ও আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি সিরিজ মিলিয়ে মোট ছয় ম্যাচকে গুরুত্বসহকারে দেখছে দল।

লিটন বলেন, ‘সত্যি বলতে, আমি চাই আমাদের খেলোয়াড়রা দুই সিরিজে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়ুক। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচ খেলার পর আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে আরও তিনটি ম্যাচ খেলব। বিশ্বকাপের আগে আমরা মোট ছয় ম্যাচ খেলার সুযোগ পাব। আমি চাই দল যেন প্রতি ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়ে এবং চাপের মুখে ঘুরে দাঁড়াতে পারে। তাহলেই আমাদের প্রস্তুতি দুর্দান্ত হবে।’

লিটন আরও জানান, চ্যালেঞ্জ এবং চাপের মুখোমুখি হলে টি-টোয়েন্টিতে প্রস্তুতির মূল্যায়ন ভালভাবে করা যাবে। যা ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল প্রস্তুতিতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘আমি ম্যাচের মধ্যে চ্যালেঞ্জগুলির কথা বলছি। আমি চাই বোলাররা চাপের মধ্যে ভাল পারফর্ম করুক এবং ব্যাটাররাও যে কোনও পরিস্থিতিতে জ্বলে উঠুক।’ 

আগামীকাল থেকে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে আরও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। বিশ্বকাপের আগে এই দু’টি দ্বিপাক্ষিক সিরিজ নির্ধারিত আছে বাংলাদেশের।

 

মন্তব্য (০)





image

বিপিএলে দল পেতে আবেদন করল যে ১০ ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকে...

image

১৯ বছর পর বগুড়ায় ফিরলো আন্তর্জাতিক ক্রিকেট: বৃষ্টি আইনে ৫...

বগুড়া প্রতিনিধি : দুই দলের দুই ব্যাটসম্যানের দূর্দান্ত ...

image

জেরার্ড পিকের ১৫০ কোটি মূল্যের বাড়ি কিনবেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক : মাঠের ভেতর ও বাইরের নানা কারণে আলোচনায় আছেন লামিনে ইয়া...

image

ছক্কা মেরেও আউট তাসকিন, হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ছক্কা মেরেও আউট তাসকিন, হারল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের ...

image

মাঠে অসুস্থ হয়ে মারা গেলেন বরিশালের ফিজিও

স্পোর্টস ডেস্ক : হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় ক্রিকেট লি...

  • company_logo