• খেলাধুলা

ভাইরাল সেই পুলিশ সদস্যকে পুরস্কার দিয়ে যা বলেছিলেন সৌম্য

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। আর এই ম্যাচের স্কোয়াডে না থেকেও আলোচনার কেন্দ্র বিন্দুতে পুলিশ কর্মকর্তা রায়হান হোসাইন। মিরপুরে মাঠের বাইরে দুর্দান্ত এক ক্যাচ নেন তিনি। যার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। 

‎ম্যাচ শেষে সেই পুলিশ সদস্যকে ডেকে নেন সৌম্য সরকার। তাকে উপহারও দেন এই বাঁ-হাতি ওপেনার। সৌম্যর সঙ্গে কি কথা হয়েছিল তা জানিয়েছেন রায়হান।

‎রায়হান বলেন, ক্যাচ ধরার পর বলটা রিশাদ হোসেনের কাছে ফিরিয়ে দেয়। সৌম্য সরকার ভাই নিজে হাত ইশারায় আমাকে ডাক দিয়েছেন। দিয়ে বললেন যে, তুমি একটু দেখা কইরো। ডিউটি শেষে ড্রেসিংরুমে তার কাছে গিয়েছিলাম সে দেখে ডাক দিয়েছে। 

‎‘বলল যে, জার্সি দেওয়া যেত কিন্তু এটা ম্যান অব দ্য ম্যাচের স্মৃতি হিসেবে রাখা। পরে অটোগ্রাফসহ আমাকে একটা ক্যাপ দিয়েছে। এটা আমি রেখে দিয়েছি।’

‎সেদিন যথারীতি নিজের দায়িত্ব পালন করছিলেন রায়হান। তখনই দেখেন উইন্ডিজ ক্রিকেটার আকিলের হাঁকানো বল তার দিকে আসছে। ঠিক সেই মুহূর্তে কী ভেবেছিলেন প্রশ্নের জবাবে রায়হান বলেন, আমি কখনো ভাবি নাই আর পরিকল্পনাও ছিল না যে আমি ক্যাচ ধরব। হঠাৎ দেখলাম বলটা ফ্লাই করল। 

‎তিনি বলেন, তখন আমার কাছে মনে হয়েছে যে বলটা বাউন্ডারির বাইরে আসবে এবং আমার কাছেই আসবে। আমার কনফিডেন্ট ছিল যে, যদি আমি একটু এগিয়ে যাই তাহলে ক্যাচটা ধরতে পারব। এভাবেই আমি এক কদম এগিয়ে ক্যাচটা ধরি।

‎দারুণ সেই ক্যাচ ধরা নজর এড়ায়নি সেই সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা সৌম্য সরকারেরও। হাতের ইশারায় ম্যাচ শেষে রায়হানকে দেখা করতে বলেন তিনি।

মন্তব্য (০)





image

বিপিএলে দল পেতে আবেদন করল যে ১০ ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকে...

image

১৯ বছর পর বগুড়ায় ফিরলো আন্তর্জাতিক ক্রিকেট: বৃষ্টি আইনে ৫...

বগুড়া প্রতিনিধি : দুই দলের দুই ব্যাটসম্যানের দূর্দান্ত ...

image

জেরার্ড পিকের ১৫০ কোটি মূল্যের বাড়ি কিনবেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক : মাঠের ভেতর ও বাইরের নানা কারণে আলোচনায় আছেন লামিনে ইয়া...

image

ছক্কা মেরেও আউট তাসকিন, হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ছক্কা মেরেও আউট তাসকিন, হারল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের ...

image

মাঠে অসুস্থ হয়ে মারা গেলেন বরিশালের ফিজিও

স্পোর্টস ডেস্ক : হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় ক্রিকেট লি...

  • company_logo