• তথ্য ও প্রযুক্তি

আইফোনের ৫ লুকানো ফিচার জেনে নিন

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনার আইফোনে অনেক দরকারি ফিচার রয়েছে, যা আপনি জানেনই না। আপনি কখনো খেয়ালই করেননি যে কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার আপনার ফোনে লুকানো আছে। আসলে এই ফিচারগুলো একটু লুকানো জায়গায়ই থাকে। তবে একবার জানতে পারলে আপনার ফোনের ব্যবহার আরও সহজ হয়ে উঠবে। 

চলুন জেনে নেওয়া যাক, এমন কয়েকটি ফিচার—

১. পেছনে ট্যাপ দিলেই স্ক্রিনশট

আপনার আইফোনে এখন স্ক্রিনশট নেওয়া খুবই সহজ। আইফোনের পেছনে দুবার কিংবা তিনবার ট্যাপ করলেই স্ক্রিনশট হয়ে যাবে। প্রথমে সেটিংস, এরপর অ্যাক্সেসিবিলিটি, তারপর টাচ, এবার ব্যাকট্যাপ অপশনে যান। তারপর ডাবল ট্যাপ কিংবা ট্রিপল ট্যাপ-এ গিয়ে স্ক্রিনশট সিলেক্ট করুন।

২. দরজা কিংবা শিশুর কান্নার শব্দে নোটিফিকেশন

এই ফিচার চালু করলে আপনার দরজার ঘণ্টা, শিশুর কান্না কিংবা অ্যালার্মের মতো গুরুত্বপূর্ণ শব্দ শুনতে বেগ পেতে হবে না। আর আপনার আইফোন মনে করিয়ে দেবে কিছু একটা হচ্ছে। আপনাকে পাঠাবে নোটিফিকেশন। ফলে আপনি কখনোই এই গুরুত্বপূর্ণ শব্দগুলো মিস করবেন না। বিশেষ করে যদি আপনার শোনার সমস্যা হয়ে থাকে, তবে এটি আপনাকে আরও সতর্ক রাখবে। এ ছাড়া আপনার বাড়ির ভেতরে কিংবা বাইরে থাকলেও গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে সহজে অবগত থাকা সম্ভব। এর জন্য প্রথমে যেতে হবে সেটিংসে। এরপর অ্যাক্সেসিবিলিটি। তারপর সাউন্ড রিকগনিশন। এরপর প্রয়োজনীয় শব্দগুলো অন করুন।

৩. রাতে স্ক্রিনের আলো 

রাতেরবেলা আপনার আইফোনের আলো অনেক বেশি মনে হয়? এখন সেটি আরও কমানো সম্ভব। কীভাবে করবেন? প্রথমে সেটিংস, এরপর অ্যাক্সেসিবিলিটি, তারপরও যেতে হবে 'ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ'। এরপর রিডিউস হোয়াইট পয়েন্ট চালু করুন। নিচের স্লাইডার টেনে আলো কমিয়ে দেন। তাহলে আপনি আপনার চোখকে রাখতে পারবেন আরও সুরক্ষিত।

৪. কন্ট্রোল সেন্টার থেকেই টাইমার চালু

আপনার ঘড়ির অ্যাপ খুলে টাইমার চালানোর ঝামেলা আর থাকবে না। কারণ আইফোন ব্যবহারকারীরা সরাসরি কন্ট্রোল সেন্টার থেকে টাইমার সেট করতে পারেন। উপরের ডানদিক থেকে কন্ট্রোল সেন্টার খুলুন। এরপর টাইমার আইকনে আঙুল চেপে ধরে রাখুন। এবার আপনার পছন্দমতো সময় সেট করে স্টার্ট বাটন চাপুন।

৫. টেক্সট শর্টকাট বানান

প্রতিবার লেখার সময় বড় বাক্যের প্রয়োজন নেই। ছোট শর্টকাট দিলেই পুরো বাক্য চলে আসবে। যেমন— 'ও-এম-ডব্লিউ' লিখলে 'অন মাই ওয়ে' হয়ে যাবে। এ ধরনের প্রোগ্রাম সেট করতে প্রথমে সেটিংসে যান। এরপর জেনারেল, তারপর কিবোর্ড এবং শেষে টেক্সট রিপ্লেসমেন্ট অপশনে যান। এবার প্লাস আইকন চাপুন। বাক্য লিখে শর্টকাট করে সেভ রাখুন। এভাবেই আপনার টেক্সট শর্টকাট তৈরি হয়ে যাবে।

 

মন্তব্য (০)





image

লাইক বাটন সরিয়ে দিচ্ছে ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘ ১৬ বছর ধরে লাইক বাটন ছিল অনলাইনে সবচেয়ে পরি...

image

ঘরে বসে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করবেন যেভাবে

নিউজ ডেস্ক : এখন থেকে গ্যাস বিল পরিশোধের জন্য ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে না। ঘ...

image

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভ্রমণে বেরিয়ে মোবাইল...

image

যেভাবে স্টারলিংক আরও সহজলভ্য করল স্টার টেক

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট পরিষেবা &lsq...

image

ভুয়া বিজ্ঞাপন থেকে বছরে ১৬ বিলিয়ন ডলার লাভ করছে মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানি মেটা প্ল্য...

  • company_logo