• আন্তর্জাতিক

ইরানের পরমাণু ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দোষারোপ উলিয়ানভের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরান পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ-এর পরবর্তী বোর্ড সভাকে ঘিরে নতুন এক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার পরমাণু দূত মিখাইল উলিয়ানভ। তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ইরান ইস্যুতে বর্তমান জটিলতার জন্য দায়ী করেছেন। 

শনিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে উলিয়ানভ লিখেছেন, প্রায় তিন সপ্তাহ পর আইএইএ বোর্ড অব গভর্নর্স ইরানের পরমাণু ফাইল নিয়ে আলোচনা করবে। গত ১০ বছরে এ প্রথমবারের মতো এটি জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাবনার আওতায় পর্যবেক্ষণের আলোকে অনুষ্ঠিত হবে না, কারণ ওই প্রস্তাব এখন আর বিদ্যমান নেই। 

তিনি আরও জানান, আইএইএ মহাপরিচালক এবার কেবলমাত্র ইরানের সিএসএ বাস্তবায়ন বিষয়ক একটি রিপোর্টই উপস্থাপন করবেন। এটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রত্যক্ষ ফল।

২০১৫ সালের জুলাইয়ে ইরান ও পি৫+১ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি) দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পরমাণু চুক্তি (জেসিপিওএ)। এতে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছিল।

চুক্তি অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করে, সেন্ট্রিফিউজের সংখ্যা কমায় এবং আরাক রিঅ্যাক্টর পুনর্গঠন করে পূর্ণাঙ্গভাবে প্রতিশ্রুতি পালন করে। তবে পশ্চিমা দেশগুলো, এমনকি ওবামা প্রশাসনের সময়ও, প্রতিশ্রুত অর্থনৈতিক সুফল ইরানকে দিতে ব্যর্থ হয়। 

২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। পরবর্তীতে ইউরোপীয় দেশগুলোর তৈরি অর্থনৈতিক প্রক্রিয়া ‘ইনস্টেক্স’ ব্যর্থ হয় ইরানের ওপর নিষেধাজ্ঞার প্রভাব কাটাতে।

চলতি বছরের ১৮ অক্টোবর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়, যা জেসিপিওএর আইনি পরিসমাপ্তি নির্দেশ করে।

উলিয়ানভের ভাষায়, এটাই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসী নীতির বাস্তব প্রতিফলন, যা ইরান ইস্যুকে আরও জটিল করেছে।

সূত্র: মেহের নিউজ

 

মন্তব্য (০)





image

‎উত্তর কোরীয় নেতা কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে...

image

‎এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ওপর নিষেধাজ্ঞা দিল য...

আন্তর্জাতিক ডেস্ক: এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো...

image

‎তুরস্ক উপকূলে নৌকাডুবি, ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ‎

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশে...

image

‎গাজার শাসনভার কাদের হাতে তুলে দিচ্ছে ফিলিস্তিনিরা? ‎

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ-পরবর্তী গাজার পরিচালনার ভার এক...

image

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

নিউজ ডেস্কঃ থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা এব...

  • company_logo