• আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের পক্ষে মিছিল ঘিরে রাজনৈতিক এক দলকে নিষিদ্ধ করল পাকিস্তান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: গাজার ফিলিস্তিনিদের পক্ষে মিছিল ও বিক্ষোভকে কেন্দ্র করে কট্টর ডানপন্থি দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-কে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা। সম্প্রতি পাঞ্জাবের মুরিদকে শহরে সংঘটিত ওই বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

‎শুক্রবার (২৪ অক্টোবর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

‎প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে টিএলপিকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করা হয়। ঘোষণায় বলা হয়, টিএলপি দলটি ‘সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।’ 

‎মূলত, টিএলপিকে নিষিদ্ধের আবেদনটি এসেছিল পাঞ্জাব সরকারের পক্ষ থেকে। পাঞ্জাব সরকারের পাঠানো ওই আবেদনে উল্লেখ করা হয়, মুরিদকেতে পুলিশ টিএলপির একটি বিক্ষোভ শিবির অপসারণ করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। ওই সংঘর্ষে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও), এক পথচারীসহ অন্তত চারজন নিহত হন এবং বহু মানুষ আহত হন। 

‎সরকারের এক মুখপাত্র বলেন, দলটির সহিংস কার্যকলাপ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জননিরাপত্তা বিঘ্নিত করার প্রবণতা বিবেচনায় এনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

‎পাকিস্তানের আইন মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার অনুমোদনের জন্য শিগগিরই সুপ্রিম কোর্টে একটি রেফারেন্স দাখিল করা হবে। টিএলপি-র বিরুদ্ধে এটি দ্বিতীয়বারের মতো নিষেধাজ্ঞা। এর আগে ২০২১ সালেও একই কারণে নিষিদ্ধ করা হয়েছিল সংগঠনটিকে।

‎সম্প্রতি গাজা সংহতি মিছিলে অংশ নেওয়া টিএলপি সমর্থকদের লাহোরে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ; এরপর থেকেই দেশজুড়ে দলটির বিক্ষোভ আরও সহিংস রূপ নেয়।

‎এদিকে টিএলপিকে নিষিদ্ধের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পাকিস্তানের রাজনৈতিক মহলে। কেউ কেউ বলছেন, রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা রুখতে সময়োপযোগী পদক্ষেপ এটি। আবার অনেকে আশঙ্কা করছেন, এতে ধর্মভিত্তিক রাজনৈতিক উত্তেজনা আরও তীব্রতর হতে পারে।

মন্তব্য (০)





image

মার্কিন নিষেধাজ্ঞার জেরে রুশ তেল কেনা স্থগিত করল চীন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার সমুদ্রপথে তেল আমদান...

image

ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জা...

image

‎সৌদির নেতাদের কাছে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সামনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র...

image

যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও

নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, যুদ...

image

‎ভারতে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার চ...

  • company_logo