• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু, নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী: মালদ্বীপের মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ মালদ্বীপের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী দেশ বলে জানিয়েছেন দেশটির নগর, স্থানীয় সরকার ও গণপূর্তমন্ত্রী আদম শরিফ উমর। একইসাথে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

‎বৈঠকটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অফিসেই অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এসময় স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ব্যবস্থা ও জনখাত উন্নয়ন-বিষয়ক সহযোগিতা উভয়ের মধ্যে জোরদার করার উপায় নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়েছে।

‎সাক্ষাতে মন্ত্রী মালদ্বীপ সরকারের বিকেন্দ্রীকৃত প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা এবং দ্বীপ কাউন্সিলগুলোর ক্ষমতায়ন বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। একইসাথে তিনি বাংলাদেশের সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্রঋণ ও মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সফল অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেন।

‎এছাড়াও মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আদম শরিফ উমর। বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীরা মালদ্বীপের উন্নয়ন, অবকাঠামো ও বিভিন্ন অর্থনৈতিক খাতে অনন্য ভূমিকা রাখছেন বলে উল্লেখ করেন তিনি।

‎এসময়, বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপ সরকারের প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য প্রদত্ত সহযোগিতা ও সদয় মনোভাবের জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের কারিগরি সহায়তা, অভিজ্ঞতা বিনিময় ও দক্ষ জনশক্তি উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির, বিশেষ করে সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, দক্ষ কর্মশক্তি ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

‎উভয়পক্ষ নিকট ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মত দেন, যাতে এই ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত-সহ টেকসই অংশীদারিত্ব গড়ে ওঠে।

মন্তব্য (০)





image

জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ড. ইউনূস

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও ...

image

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এ...

image

আবার বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : দুবাইয়ে স্বর্ণের দাম আবার বেড়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ২৪ ...

image

উপদেষ্টাদের নিরপেক্ষতা প্রশ্নের সুরাহা কী- জানালেন ফাওজুল...

নিউজ ডেস্ক : অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে এরই মধ্যে প্র...

image

চাকরির সন্ধানে বিশ্বের ১২০ কোটি তরুণ: বিশ্বব্যাংক প্রেসিড...

নিউজ ডেস্ক : বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেছেন, আগামী ২৫ বছরে ...

  • company_logo