
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: জয় পেলেই ১৯ মাস পর বাংলাদেশের ট্রফি ক্যাবিনেটে যুক্ত হবে নতুন ওয়ানডে সিরিজের ট্রফি। আর হারলে ২০১১ সালের পর প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের স্বাদ। মিরপুরে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার তৃতীয় ও শেষ ওয়ানডেটা তাই সাধারণ ম্যাচের চেয়েও বেশি কিছু। যেখানে জয়-পরাজয় ছাপিয়ে দুই দলের মান বাঁচানোর প্রশ্নও ঝুলছে।
স্পিন রাজত্বের আরও একটি ম্যাচের অপেক্ষায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম। প্রায় ২৫ মাস পর ঢাকায় ওয়ানডে ক্রিকেটের প্রত্যাবর্তনের সিরিজে নায়ক এখন পর্যন্ত স্পিনাররাই। সবশেষ ম্যাচে দুই দলের ৯২ ওভার এসেছিল স্পিনারদের কাছ থেকে। ধীরগতির ম্যাচ শুরুতে দর্শকদের ধৈর্য পরীক্ষা নিলেও শেষে এসে উপহার দিয়েছে সুপার ওভারের উত্তেজনা। আর সেটাই তৃতীয় ওয়ানডেকে পরিণত করেছে অলিখিত এক ফাইনালে।
সিরিজের এ ম্যাচে আছে নানা হিসেব-নিকেশ। ২০১১ সালের পর থেকে ঘরের মাঠে ক্যারিবিয়ান প্রতিপক্ষের কাছে সিরিজ হারতে হয়নি বাংলাদেশকে। ঘরের মাঠে প্রায় দেড় দশক ধরে সিরিজ জয়ের সেই রেকর্ড নিশ্চিতভাবেই ধরে রাখতে চাইবে বাংলাদেশ। সেই সঙ্গে ২০২৪ এর মার্চের পর প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজও হাতছানি দিচ্ছে টাইগারদের। এছাড়া ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণটাও বিবেচনায় থাকছে সিমন্স শিষ্যদের জন্য।
দুই দলের মাঝে আছে মান বাঁচানোর হিসেবও। চলতি দশকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ওয়ানডে হারের বিব্রতকর রেকর্ডটা ক্যারিবিয়ানদের সঙ্গী। গত ৫ বছরে ক্যারিবিয়ানরা হেরেছে ৪৩ ম্যাচ। বাংলাদেশও খুব একটা পিছিয়ে নেই। ৮১ ম্যাচে ৪১ হার টাইগারদের। শতাংশ বিবেচনায় বাংলাদেশের পরাজয় ৫০ দশমিক ৬১ ম্যাচে। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের হার প্রায় ৫৬ শতাংশ ম্যাচে। আরও একটা হার বাংলাদেশকে এমন লজ্জার পরিসংখ্যানে আরও বেশি বিব্রতই করবে।
হোয়াইটওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ ছিল মিরাজের দলের সামনে। সুপার ওভারে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় সেটি আপাতত হচ্ছে না। তবে, হতাশার ক্ষতে প্রলেপ দিতে পারে আরও একটি জয়। মিরপুরে বাংলাদেশ তা করে দেখাতে পারবে এমনই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের।
স্পোর্টস ডেস্ক : যে উইকেটে সহজে রান তুলছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান, স...
স্পোর্টস ডেস্ক : এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। দুই দলে...
স্পোর্টস ডেস্ক : ১৩৭ রানেই ৭ উইকেট তুলে নেওয়া গিয়েছিল। তবে বাংলাদেশের গল...
স্পোর্টস ডেস্ক : ১৩৭ রানেই ৭ উইকেট তুলে নেওয়া গিয়েছিল। তবে বাংলাদেশের গল...
স্পোর্টস ডেস্ক : ১৩৭ রানেই ৭ উইকেট তুলে নেওয়া গিয়েছিল। তবে বাংলাদেশের গল...
মন্তব্য (০)