
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সতর্ক করেছে সরকারি সংস্থাটি।
রোববার (১৯ অক্টোবর) বিকালে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ কথা জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, কার্গো ভিলেজের আগুন আজ (রোববার) ৪টা ৫৫ মিনিটের দিকে সম্পূর্ণ নির্বাপণ হয়েছে। ভেতরে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকলে আগুন নেভাতে এত বেগ পেতে হতো না। স্টিলের পরিমাণ বেশি থাকায় তাপ বেশি ধারণ করেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও ফায়ারের ৪টি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে। ওখানকার স্টোরটি খুবই সংকীর্ণ ছিল। অনেক দাহ্য জিনিস ছিল, এজন্যই দেরি হয়েছে। তবে ফায়ার সার্ভিসকে ঢুকতে না দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে উল্লেখ করে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, এর ভেতরে ফাটল ধরেছে। ক্যামিকেলের কারণে কিছুটা পরিবেশের ঝুঁকি থাকে, তবে অতটাও নয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ারের দুইজন আহত হয়েছেন।
উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একই সঙ্গে কাজ করেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।
ওই দিন রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। রোববারও সেখান থেকে ধোঁয়া নির্গত হয়।
নিউজ ডেস্ক : বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ ৩ দফা দাবি আদায়...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন ...
নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘট...
নিউজ ডেস্ক : কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার...
নিউজ ডেস্ক : সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ...
মন্তব্য (০)