• অর্থনীতি

‘বিনিয়োগ বাড়াতে হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেছেন, ‘বিনিয়োগ আকৃষ্ট করতে হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, দুর্নীতি দমন এবং দীর্ঘমেয়াদি নীতির ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। এসব নিশ্চিত করতে পারলে বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় করবে।’

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকায় শেরাটনে ‘অ্যামচ্যাম ইনসাইটস : ইকোনমিক অ্যান্ড ইনভেস্টমেন্ট আউটলুক’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎সভায় উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব।  অনুষ্ঠানে সহায়তা করে ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেড।

‎অ্যামচ্যাম সভাপতি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর পর্বের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে লজিস্টিক অবকাঠামো ব্যবস্থাপনা, এনবিআরকে দুটি পৃথক ইউনিটে বিভক্তকরণ এবং ব্যাংকিং খাতের সুশাসন জোরদারের মতো নানান সংস্কার কার্যক্রম চলছে। এসব উদ্যোগ একটি টেকসই ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তোলার দৃঢ় ইচ্ছার প্রতিফলন।’

‎সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘অনাদায়ি ঋণের হার ২০ শতাংশের বেশি, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বেসরকারি বিনিয়োগ গত পাঁচ বছরে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।’ এজন্য রাজস্ব ব্যবস্থাপনা, জ্বালানি খাতের প্রশাসন ও ব্যাংকিং খাতের তদারকিতে দ্রুত ও কার্যকর সংস্কারের আহ্বান জানান, যাতে আস্থা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।

‎শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমিন বলেন, ‘জাতীয় শিল্পনীতি ২০২২ বাস্তবায়নের মাধ্যমে বেসরকারি খাতের প্রবৃদ্ধি, রপ্তানি এবং এসএমই খাতের উন্নয়নে কাজ চলছে। ওয়ানস্টপ সার্ভিস ও অনলাইন অনুমোদনব্যবস্থার মাধ্যমে ডিজিটালাইজেশন, ইলেকট্রিক ভেহিকল পলিসি ও লজিস্টিকস পলিসির হালনাগাদ প্রণয়নসহ নানান পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মন্তব্য (০)





image

রপ্তানি-রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, দুই মাসে উদ্বৃত্ত ৪৮...

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের (২০২৫-২৬) বৈদেশিক লেনদেনে প্রথম দ...

image

এবার বাংলাদেশের দুই খাতের সংস্কার পর্যবেক্ষণ করবে আইএমএফ

নিউজ ডেস্কঃ বাজেট সহায়তার অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহব...

image

পাচার করা টাকা ফেরাতে ও সংস্কারে সহায়তা চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক : ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের...

image

‎দেশে ঊর্ধমুখী পেঁয়াজ-মরিচ-রসুনের দর, স্বস্তি ফিরেছে মাছে

নিউজ ডেস্কঃ শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করেছে। সপ্তাহ গ...

image

১৫ দিনে প্রবাসীরা পাঠালেন ১৭ হাজার ৫০৭ কোটি টাকা

নিউজ ডেস্কঃ চলতি অক্টোবরের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আ...

  • company_logo