• লিড নিউজ
  • অর্থনীতি

১৫ দিনে প্রবাসীরা পাঠালেন ১৭ হাজার ৫০৭ কোটি টাকা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি অক্টোবরের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১৭ হাজার ৫০৭ কোটি (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

‎আরিফ হোসেন বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৩১ কোটি ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ কোটি ৫০ লাখ ডলার বা ৯ দশমিক ৬০ শতাংশ।

‎এদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯০২ কোটি ১০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১৫ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৭৮৬ কোটি ৩০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১১৫ কোটি ৮০ লাখ ডলার বা ১৪ দশমিক ৮০ শতাংশ।

মন্তব্য (০)





  • company_logo